Friday, May 3, 2024
HomeExclusiveBuxa Jungle Safari | এপ্রিল থেকে বৃহস্পতিবার করে বক্সা বন্ধ

Buxa Jungle Safari | এপ্রিল থেকে বৃহস্পতিবার করে বক্সা বন্ধ

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: আর মঙ্গলবার নয়, এবার থেকে বৃহস্পতিবার। ১ এপ্রিল থেকে বক্সা বাঘবনে প্রত্যেক বৃহস্পতিবার জঙ্গল সাফারি (Buxa Jungle Safari) বন্ধ থাকবে। বক্সায় এখন মঙ্গলবার করে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়। এ নিয়ে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে তীব্র আপত্তি ছিল। সপ্তাহখানেক আগে বনকর্তাদের নজর কেড়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন পর্যটন ব্যবসায়ীরা।

আলিপুরদুয়ারে (Alipurduar) জলদাপাড়া (Jaldapara National Park) ও বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) সপ্তাহের একইদিনে জঙ্গল সাফারি বন্ধ রাখার দাবি জানানো হয়। জলদাপাড়া বৃহস্পতিবার করে পর্যটকদের জন্য বন্ধ থাকে। এবার থেকে বক্সা বাঘবনেও বন দপ্তর একই নির্দেশিকা জারি করেছে। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, ‘প্রত্যেক মঙ্গলবার সান্তালাবাড়িতে হাট বসে। সেদিন পর্যটকদের জঙ্গল সাফারি বন্ধ থাকলে তার প্রভাব পড়ে এই হাটের ব্যবসায়ীদের ওপর। সমস্যায় পড়েন পাহাড় থেকে নেমে আসা ক্রেতারাও। তাদের সাপ্তাহিক ছুটি থাকে সেদিন। একইদিনে দুই জায়গার সাফারি বন্ধ না থাকায় প্যাকেজ ট্যুর করাতেও এতদিন অসুবিধায় পড়তে হচ্ছিল।’

কয়েকদিন আগে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি অর্থাৎ জঙ্গল সাফারি বন্ধ রাখার প্রতিবাদে পর্যটন ব্যবসায়ী থেকে স্থানীয়রা রাজাভাতখাওয়া গেটে জমায়েত হন। সেখানে তাঁরা বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছিলেন। মঙ্গলবারের বদলে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি চালুর দাবিতে সরব হন আন্দোলনকারীরা। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মানব বক্সীর কথায়, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছিলাম সেসময়। বন দপ্তর আমাদের দাবিকে মান্যতা দেওয়ায় আমরা খুশি। এতে পর্যটন ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটা সমস্যা মিটে যাবে।’

সপ্তাহে একদিন সাফারি বন্ধ রেখে জঙ্গলের ওপর নজরদারি চালানো সহ বিভাগীয় কাজকর্ম করে থাকে বন দপ্তর। বছরখানেক আগে সরকারি নিয়মে পর্যটকদের জন্য সাফারি মঙ্গলবার বন্ধ করার পর থেকে বাইরে থেকে স্থানীয় হাটে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা কমে গিয়েছিল। বক্সা পাহাড়ের প্রায় ৩০০০ ভোটার ও তাঁদের পরিবারের লোকরা সান্তালাবাড়ি হাটের ওপর নির্ভরশীল। সেখানকার ব্যবসা-বাণিজ্যেও খারাপ প্রভাব পড়েছিল। রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থপ্রতিম দত্ত জানিয়েছেন, বন দপ্তরের আগের নির্দেশিকায় সান্তালাবাড়ি হাটে শুরুর দিকে একটা সমস্যা তৈরি হলেও পরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। এই এলাকা পর্যটননির্ভর।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

জগন্নাথের রাজ্যে ভোটে তামিল মাহাত্ম্য

0
রূপায়ণ ভট্টাচার্য ভিকে পান্ডিয়ান নামে কি কাউকে চেনেন? না চিনলে চিনে রাখুন। জেনে রাখুন। জিকে ক্লাসে কাজে লাগবে। ভবিষ্যতের জন্যও। ভি কার্তিকেয়ন পান্ডিয়ান ভারতীয় রাজনীতিতে...

0
Elephant Attack | হাতির হানায় মৃত্যু মহিলার চালসা: রীতিমতো বাড়িতে এসে এক প্রৌড়াকে পিসে দিল হাতি। ঘটনাস্থলেই ওই প্রৌরার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো...

Car Accident | গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সুরেশ রায়নার ভাইয়ের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই। বুধবার হিমাচল প্রদেশের কাঙরা জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা...

Nagrakata | ৪টি ঘোড়াই রুজির অবলম্বন শেখরের

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ঘোড়ার গাড়ি চললেই জীবনের চাকা ঘোরে শেখর যাদবের। এলাকায় ছোট-বড় অসংখ্য গাড়ি থাকলেও শেখরের ঘোড়ার গাড়ির কদর কিন্তু কম নয়। এক...

Narendra Modi | ‘যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস’, বর্ধমানে বড় ঘোষণা মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বর্ধমানে (Burdwan) নির্বাচনি জনসভা থেকে বড় ঘোষণা করলেন...

Most Popular