Sunday, May 19, 2024
HomeExclusiveTenzing Norgay | সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ জয়, তেনজিংকে ভারতরত্নের দাবি পাহাড়ে

Tenzing Norgay | সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ জয়, তেনজিংকে ভারতরত্নের দাবি পাহাড়ে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ জয়ী তেনজিং নোরগেকে (Tenzing Norgay) মরণোত্তর ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবিতে পাহাড় ফের সোচ্চার হচ্ছে। বহুদিন ধরে এই দাবি উঠলেও কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। শেরপা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য পিটি শেরপা বলেন, ‘২০১৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া (Surinder Singh Ahluwalia) তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি পাঁচ বছর সাংসদ থেকেও কিছু করেননি। পরবর্তীতে আমরা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টের (Raju Bista) কাছে এই দাবি জানিয়েছিলাম। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি তুলে ধরবেন বলে আশা ছিল।’ অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে দেখা করে এই দাবিতে স্মারকপত্র দেওয়া হয়েছিল। তার পরে পাঁচ বছর কেটে গেলেও কিছুই হয়নি।

১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারিকে সঙ্গী করে তেনজিং এভারেস্ট জয় করেছিলেন। জন্ম নেপালে হলেও তেনজিংয়ের জীবনের অনেকটা অংশ দার্জিলিং পাহাড়েই কেটেছে। আজও ২৯ মে দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট ডে হিসাবে পালন করা হয়। প্রথম এভারেস্টজয়ী তেনজিংকে ১৯৫৯ সালে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার দিয়েছিল। তাঁর ঝুলিতে ব্রিটেন, ইরান, নেপাল, ফ্রান্স, ইতালি সহ অন্যান্য দেশ থেকেও প্রচুর পুরস্কার এসেছে। ২০০৮ সালে ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেয়। সেই সময় থেকেই ভারতরত্নের দাবি উঠছে।

এর আগেও একাধিকবার শিলিগুড়িতে তেনজিং নোরগের জন্মদিন পালনের অনুষ্ঠান এবং এভারেস্ট ডে পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে ভারতরত্নের দাবি তোলা হয়েছে। এর পরে তেনজিংয়ের পুত্র জাংলিং তেনজিং নোরগে একাধিকবার বাবাকে ভারতরত্ন দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত দাবিপূরণ হয়নি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গত বছর তেনজিং নোরগের নামে একটি ট্রেকিং রুটের নামকরণ করেছে। লোকসভা ভোটের মুখে পাহাড় নতুন করে ফের এই দাবিতে সোচ্চার হচ্ছে।

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) মুখপাত্র এসপি শর্মার বক্তব্য, ‘তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি আমাদেরও রয়েছে। বহুদিন ধরেই এই দাবি উঠছে। বিজেপির দার্জিলিংয়ের একাধিক সাংসদ এই নিয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু বিজেপি শুধু গোর্খাদের ভোট নেওয়ার জন্য ভুলভাল প্রতিশ্রুতি দেয়, গোর্খাদের মঙ্গলের কথা ভাবে না। তাই হয়তো এই দাবি পূরণ হয়নি।’ তৃণমূল কংগ্রেসের পার্বত্য শাখার চেয়ারম্যান এলবি রাই বলেন, ‘তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি তুলেছেন।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Liquor-gambling party under Mahananda bridge

Siliguri | মহানন্দা সেতুর নীচে মদ-জুয়ার আসর, ক্ষোভ বাসিন্দাদের

0
শিলিগুড়ি: পুলিশের নাকের ডগায় বসেছে জুয়ার আসর। শিলিগুড়ির(Siliguri) এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা সেতুর(Mahananda Bridge) নীচেই দিনেদুপুরে চলছে জুয়ার আসর। অভিযোগ, প্রতিদিনই সকাল থেকে মহানন্দা...

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি নিগমের জল সরবরাহ বিভাগ। কিন্তু এই বৃষ্টিতে...

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন ঢেউয়ে সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন...

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Most Popular