Monday, May 20, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গ‘মানুষের হয়ে কাজ করতে চাই’, বামে ফিরে জানালেন প্রাক্তন পুর চেয়ারম্যান

‘মানুষের হয়ে কাজ করতে চাই’, বামে ফিরে জানালেন প্রাক্তন পুর চেয়ারম্যান

মুর্শিদাবাদ: প্রায় দু’বছর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকার পর শনিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ফের বাম শিবিরে ফিরলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। আজ রঘুনাথগঞ্জের জোতকমলে একটি অনুষ্ঠানে তাঁর হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা এবং বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন মোজাহারুলের সঙ্গে বেশ কয়েক জন ব্যক্তি বাম শিবিরে যোগদান করেন।

যদিও আসন্ন লোকসভা নির্বাচনের আগে জঙ্গিপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান মোজাহারুল ইসলামের দলত্যাগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘আমাদের দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মোজাহারুল ইসলাম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন উনাকে গত পুর নির্বাচনে তৃণমূলের টিকিট দেননি। লোকসভা নির্বাচনের আগে তাঁর এই দলত্যাগ আমাদের দলে কোনও প্রভাব ফেলবে না।‘

প্রসঙ্গত, ২০১০ সালের পুর নির্বাচনে মোজাহারুল ইসলাম প্রথমবার বামেদের টিকিটে জয়ী হয়ে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান হন। এরপর ২০১৫ সালের পুর নির্বাচনও তিনি বামেদের টিকিটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও ২০১৬ সালে তিনি একাধিক বাম, কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলরকে নিয়ে দলত্যাগ করে কলকাতাতে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জঙ্গিপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন তিনি ওই পুরসভাতে প্রশাসকের দায়িত্বও সামলেছেন। কিন্তু ২০২১ সালের পর থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক জাকির হোসেন-এর সঙ্গে মোজাহারুল ইসলামের মতান্তর তৈরি হয় এবং তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। এর ফলে ২০২২ সালের পুর নির্বাচনে মোজাহারুল ইসলামকে দল আর প্রার্থী করেনি।

আজ বামেদের পতাকা হাতে নিয়ে মোজাহারুল ইসলাম বলেন, ‘আমি সবসময় মানুষের হয়ে কাজ করতে চাই। এখন চুপচাপ বসে থাকলে হবে না। আমি ফের একবার গরিব-মেহনতী মানুষের হয়ে লড়াই করব। তাই আমি নিজের পুরোনো দলে ফিরে এলাম।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Theft Case | দিনদুপুরে সরকারি স্কুলে চুরি

0
নিশিগঞ্জ: দিনদুপুরে সরকারি স্কুলের চুরির (Theft Case) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) নিশিগঞ্জে (Nishiganj)। স্থানীয় খেজুরতলা নিশিময়ী উচ্চবিদ্যালয়ের অফিসঘর থেকে চুরি গিয়েছে কয়েক...

জাতীয়স্তরে বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় দ্বিতীয় জলপাইগুড়ির অদিতি

0
নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (এনসিএসএম) এর যৌথ সহযোগিতায় বিদ্যার্থী বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় গোটা দেশের...

Sand smuggling | দিনে দুপুরে ট্রলি বোঝাই করে বালি পাচার! নাম জড়াল তৃণমূল নেতার

0
রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। জানা গিয়েছে, রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের...

Smriti Mandhana | ‘এমন প্রত্যাবর্তনে দম লাগে’, বিরাটদের প্রশংসায় স্মৃতি মান্ধানা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে শুরুটা ভালো না হলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন...

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯ টি আসনে আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন হচ্ছে ।...

Most Popular