Sunday, May 5, 2024
HomeExclusiveJalpaiguri | নেদারল্যান্ডস থেকে এসেছে কন্দ, লিলি ফুলের চাষে সাফল্য জলপাইগুড়িতে

Jalpaiguri | নেদারল্যান্ডস থেকে এসেছে কন্দ, লিলি ফুলের চাষে সাফল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি শহরতলির মোহিতনগর ফার্মে এবং বন্ধুনগরে এই লিলি ফুলের চাষ করা হয়েছে।

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: নেদারল্যান্ডস (Netherlands) থেকে লিলি ফুলের কন্দ (Tuber) এনে ফুলের চাষ করে মাত্র আড়াই মাসেই সাফল্য পেল রাজ্যের উদ্যানপালন দপ্তর। জলপাইগুড়ি শহরতলির মোহিতনগর ফার্মে এবং বন্ধুনগরে এই লিলি ফুলের চাষ করা হয়েছে। উদ্যোগ সফল হওয়ায় এবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরকারি ভরতুকিযুক্ত প্রকল্পে লিলি ফুলের চাষকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এশিয়াটিক ও ওরিয়েন্টাল– এই দুই প্রজাতির লিলি ফুলের কদর রয়েছে বাজারে। তবে ওরিয়েন্টাল প্রজাতির চাহিদা কিছুটা বেশি। মোহিতনগরে এশিয়াটিক প্রজাতির এবং বন্ধুনগরে ওরিয়েন্টাল প্রজাতির (Species) ফুলের চাষ করা হয়। সব মিলিয়ে নেদারল্যান্ডস থেকে মোট ১০ হাজার কন্দ আনা হয়েছিল। উল্লেখ্য, সমতল এলাকায় লিলি ফুলের চাষের জন্য আদর্শ হল দিনে ১৮ থেকে ২৫ ডিগ্রি এবং রাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটি কন্দ ২০ টাকা দিয়ে কিনে ফুল চাষ করলে সেই ফুলের স্টিক ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা যাবে। জেলা উদ্যানপালন দপ্তরের সহকারী অধিকর্তা খুরশিদ আলম জানান, ‘যাঁরা খোলা আকাশের নীচে এই ফুলের চাষ করবেন, তাঁদের মোট খরচের ৪০ শতাংশ এবং যাঁরা পলি হাউসে চাষ করবেন, তাঁদের মোট খরচের ৫০ শতাংশ রাজ্য সরকারের পক্ষ থেকে ভরতুকির (Subsidy) ব্যবস্থা করা হবে।’

সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিয়ের মরশুমে লিলি ফুলের চাহিদা বেশি থাকে। সমতল এলাকায় নভেম্বর মাসে চাষ শুরু করলে জানুয়ারিতে ফুল পাওয়া যায়। পাহাড়ি এলাকায় এই ফুলের চাষ করা হয় সাধারণত এপ্রিল ও মে মাসে। অসম, উত্তর-পূর্ব ভারত, নেপাল ও ভুটানের পাশাপাশি উত্তরবঙ্গের বাজারেও এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিয়ে ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের অর্কিডের মতো লিলি ফুলেরও চাহিদা থাকে। উদ্যানপালন দপ্তর (Department of Horticulture) সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে লিলি ফুলের চাষের প্রসার ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে চাষিদেরও উৎসাহিত করা হচ্ছে। আগ্রহী চাষিদের মোহিতনগরে ডেকে ফুল চাষের পদ্ধতি হাতেকলমে শেখানো হবে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Primary TET scam | ২০১৪ সালের প্রাথমিকেও দেদার দুর্নীতি! আদালতে রিপোর্ট পেশ সিবিআইয়ের         

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসসির পর এবার কি বাতিল হতে চলেছে ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগের প্যানেল? ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা...

Narendra Modi | প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম অযোধ্যায় রামলালার দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারের ঠাসা কর্মসূচির মাঝেই ফের রামলালার শরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি রামমন্দির উদ্বোধনের পর প্রথম রামলালার দর্শন করতে...

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Most Popular