Sunday, May 12, 2024
HomeExclusiveAnti Poaching Operation | হোলির আগে শিকার রুখতে পদক্ষেপ বন দপ্তরের

Anti Poaching Operation | হোলির আগে শিকার রুখতে পদক্ষেপ বন দপ্তরের

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: হোলির আগেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে উত্তরের বিস্তীর্ণ বনাঞ্চলকে (Forests of North Bengal)। বন দপ্তরের তরফে ইতিমধ্যে শুরু হয়েছে নজরদারি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই হোলির জন্য স্পেশাল অ্যান্টি পোচিং ডিউটি (Anti Poaching Operation) শুরু করা হচ্ছে বন দপ্তরের তরফে।

উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘বন্যপ্রাণীর সুরক্ষার জন্য উত্তরের সমস্ত জঙ্গলে টহলদারি আরও বাড়ানো হচ্ছে। বন দপ্তরের কুনকি হাতি ছাড়াও, সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার। হেঁটে এবং উঁচু নজরমিনার থেকেও নজরদারি চালাবেন বনকর্মীরা।’

বহু বছরের রীতি মেনে হোলির আগে এক শ্রেণির মানুষ জঙ্গলে ঢোকে বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে। এখনও সেই রীতি অটুট রয়েছে। তাই জঙ্গলগুলোতে এধরনের ঘটনা রুখতে এই বছরও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চলজুড়েই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। জলপাইগুড়ি বন বিভাগ এবং গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা যৌথভাবে বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করেছেন, সাহায্য নেওয়া হচ্ছে পুলিশেরও। স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও শামিল হবেন এই কর্মসূচিতে।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের কুনকি হাতি নিয়ে ইতিমধ্যে টহলদারি চলছে জঙ্গল সহ পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি নদী ঘেঁষা চর এলাকায় হেঁটে বনকর্মীরা বিভিন্ন এলাকায় টহলদারি করবেন। গত বছর নাথুয়া রেঞ্জের বনাঞ্চল সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের জলঢাকা নদীর চরে জোড়া সম্বরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নদী সংলগ্ন ওই এলাকায় নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবেশপ্রেমীরা। তাই নদী সংলগ্ন ওই এলাকায় এবার নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে। নদীর চর সংলগ্ন ঘাসবনের পথকে কাজে লাগিয়ে কেউ যাতে শিকার না করতে পারে সেজন্য বন দপ্তরের তরফে খামতি রাখা হচ্ছে না। যদিও কয়েক বছর আগে গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের বনকর্মীরা জলঢাকার চর এলাকার ঘাসবন থেকে শিকারে আসা একটি বড় দলকে আটক করতে সফল হয়েছিলেন। নিরাপত্তার কথা মাথায় রেখে নদীর চর এলাকায় এবার ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

নিরাপত্তা বাড়ানো হচ্ছে জলঢাকা, মূর্তি, ডায়না নদী সংলগ্ন বিস্তৃত গরুমারা সহ পার্শ্ববর্তী নাথুয়া রেঞ্জের জঙ্গল এবং ঘাসজমিগুলোতে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের কুনকি হাতির পাশাপাশি জলপাইগুড়ি বন বিভাগের আওতাধীন নাথুয়া রেঞ্জের কুনকি হাতিকেও নজরদারির কাজে লাগানো হয়েছে। জঙ্গলের করিডরগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি শুরু হয়েছে বলে খবর। বনকর্মীরা সাধারণ মানুষকে সচেতন করবেন যাতে কেউ শিকার করতে জঙ্গলে না ঢোকে। আগামী কয়েকদিন সচেতনতা প্রচারে মাইকিং এবং হ্যান্ডবিল বিলি করা হবে চা বাগান সহ জঙ্গল ঘেঁষা বনবস্তিতে। পাশাপাশি জঙ্গল সহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাকে চিহ্নিত করে নাকা চেকিং করা হবে। এক্ষেত্রে স্নিফার ডগকেও কাজে লাগানো হবে।

ডুয়ার্সের এক পরিবেশবিদ মানবেন্দ্র দে সরকার বলেন, ‘শিকার রুখতে বন দপ্তরের এই উদ্যোগ যুক্তিসাপেক্ষ। শিকারের প্রবণতা আটকাতে আমরাও সহযোগিতা করব।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Son grabbed land | বাবার সঙ্গে প্রতারণা! ঋণ নেওয়ার নাম করে জমি হাতিয়ে নিল...

0
শিলিগুড়িঃ ছেলের ঋণের প্রয়োজন। তারজন্য প্রয়োজন বাবার স্বাক্ষরের। ছেলের কাছ থেকে এমন আবেদন শুনে সাতপাঁচ না ভেবে যথাস্থানে স্বাক্ষরও করে দেন বছর সত্তরের ওই...

Malda | অশ্লীল ভিডিও দেখিয়ে বোনকে যৌন হেনস্তা! অভিযুক্ত নাবালক দাদা

0
মানিকচক: মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা কাকাতো বোনকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই নাবালিকাকে টাকা...

Dhupguri | আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি যুবকের! যা ঘটল তারপর…

0
শুভাশিস বসাক, ধূপগুড়ি: জমি নিয়ে বিবাদ চলছিল কয়েক মাস থেকেই। আর সেখানেই আগ্নেয়াস্ত্র বের করে নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবক। যাকে...

Raiganj | এক ফোনেই দরজায় পৌঁছে যাচ্ছে মাদক, রমরমা কারবার রায়গঞ্জে

0
রায়গঞ্জ: শুধুমাত্র একটি ফোন কলেই হাতের নাগালে পৌছে যাচ্ছে চাহিদামতো মাদক। তরল মাদক, কাফ সিরাপ থেকে শুরু করে নেশার ট্যাবলেট, কী নেই মেনুতে? সবকিছুই...

Harischandrapur | বালি ছেটানোই অপরাধ! অভিযুক্ত কিশোরকে তুলে আছাড় দিয়ে গ্রেপ্তার বন্ধুর বাবা   

0
হরিশ্চন্দ্রপুরঃ আমবাগানে খেলার ছলে এক কিশোর অপর কিশোরকে বালি ছিটিয়ে দেয়। গায়ে বালি লাগায় কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবার কাছে নালিশ করে। এরপরই...

Most Popular