Saturday, May 18, 2024
HomeTop NewsLok Sabha Election 2024 | ভোট সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপ, জানাল কমিশন

Lok Sabha Election 2024 | ভোট সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপ, জানাল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner of India) রাজীব কুমার (Rajiv Kumar) জানিয়েছেন, ভোটের আগে বা পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা পেরোতে হবে কমিশনকে। তার জন্য অনেক কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। হিংসা বা রক্তক্ষয় হতে দেওয়া যাবে না। তিনি জানান, কারও কোনও অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানানো যাবে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনওরকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের হিংসার বিষয়ে সাবধান থাকতে হবে।

রাজীব জানান, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকে নজর রাখছে কমিশন। টাকার অপব্যবহার হতে দেওয়া যাবে না। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। কোনওরকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সংস্থাগুলিকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও নজর রাখা হচ্ছে। রাজ্যগুলিতে কোনও হেলিকপ্টার নামলে, তা অনুসন্ধান করে দেখা হবে। তিনি আরও জানান, কোনওরকম ভুয়ো খবর যাতে না ছড়ায় তার দিকে নজর থাকবে। তার জন্য অনেক ব্যবস্থা থাকছে। নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে। একইসঙ্গে সকলকে ভোট দিতে আসার আবেদন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, লোকসভা ভোটের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে নতুন অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে প্রার্থীদের বিষয়ে বিশদে জানা যাবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kalyan Banerjee | ‘১ লক্ষ ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়’, এমন পোস্টার ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে শ্রীরামপুরে পোস্টার ঘিরে উত্তেজনা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্টার সাঁটানো হয়েছে জায়গায় জায়গায়। শুক্রবার রাতে কেউ...

Gyanvapi | বারাণসীতে চোরাস্রোতের নাম জ্ঞানবাপী

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: গুগল ব্যাপারটাকে গুলিয়ে রহস্যময় করে তুলেছে আরও। গুগল ম্যাপে সার্চ করলে আর কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানবাপী  মসজিদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে...

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

0
গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনি বিধি বলবৎ। যার গেরোয় স্তব্ধ সবকিছু। যেখানে ভোট...

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

0
দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে! বহু মানুষই সযত্নে এই কুসংস্কার মনে লালিত করেন। আবার...

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

0
রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির চমৎকার স্থাপত্য রয়েছে। রামায়ণের সেতুবন্ধনের সেই বহু আলোচিত কাঠবেড়ালিকে...

Most Popular