Saturday, May 11, 2024
HomeTop NewsApp | তথ্য সংগ্রহ, আইনশৃঙ্খলা রক্ষায় অ্যাপ চালু করল রাজ্য পুলিশ

App | তথ্য সংগ্রহ, আইনশৃঙ্খলা রক্ষায় অ্যাপ চালু করল রাজ্য পুলিশ

শুভাশিস বসাক, ধূপগুড়ি, ১৮ মার্চ : স্থানীয় এলাকার তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য নতুন অ্যাপ চালু করল রাজ্য পুলিশ। যেখানে সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্তরা নিজের এলাকার পাশাপাশি বাইরের এলাকার তথ্যও অ্যাপে আপলোড করতে পারবেন।  তথ্য দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাপেই প্রয়োজনীয়  নির্দেশও দিতে পারবে। শীর্ষ কর্তারাও তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখানে সাম্প্রদায়িক ঘটনার মতো স্পর্শকাতর বিষয় থেকে শুরু করে অপরাধমূলক তথ্য, রাজনৈতিক তথ্য সবই দেওয়া যাবে। সাধারণত এর আগে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমেই তথ্য আদানপ্রদান করে থাকতেন পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্তরা। কিন্তু সেটা এক ধাপ পর্যন্ত পৌঁছানোর পর আরও এক ধাপ এগোতে কিছুটা সময় লেগে যেত। কিন্তু নতুন এলআইএমএস অ্যাপের মাধ্যমে একজন তথ্য দেওয়ামাত্র কয়েকজন পুলিশকর্তা পর্যন্ত দেখতে পারবেন। এমনকি সেখানেই কী করা প্রয়োজন সেটাও দ্রুত শীর্ষ আধিকারিক নির্দেশও দিতে পারবেন। তবে এটা দিনের তথ্য দিনে নয়, এমনকি আগামী কয়েকদিন পর কোন সময়ে অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেটাও দিয়ে রাখা সম্ভব হবে।

ধূপগুড়ির বাসিন্দা প্রসেনজিৎ দত্ত বলেন, ‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে একাধিক উদ্যোগ নিয়ে থাকে। এক্ষেত্রে বিভাগীয়ভাবে তাদের কাজে আরও গঠনমূলক করে পরিষেবা দিতে ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই ভালো উদ্যোগ।’  ইতিমধ্যে জলপাইগুড়ির প্রতিটি থানাতেই অ্যাপ পাঠানো এবং তার ব্যবহার সম্পর্কে শিখিয়ে দেওয়া হয়েছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেউ হয়তো ছুটিতে বা কোনও কাজে নিজের এলাকার বাইরে রয়েছেন, সেখানে কোনও ঘটনা ঘটলে সেটাও নির্দিষ্ট জায়গা উল্লেখ করে অ্যাপে আপলোড করতে পারবেন। মূলত শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য এবং পুলিশের তথ্য সংগ্রহে আরও সুবিধা করতেই অ্যাপ নামানো হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের এক কর্তা বলেন, এটা শুধু নির্বাচন নয়, সবসময়ের জন্যেই অ্যাপটি থাকবে এবং সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশ তথ্য সংগ্রহ করে আপলোডের জন্যে ব্যবহার করবে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটিকে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকেই মনিটরিং করা হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ৫ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৫ জনের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায়। পাথরবোঝাই লরিটি রাজ্য সড়ক...

West bengal weather update | শনিবারও বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহে ফের বঙ্গে হাওয়া বদলের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের তীব্র গরমের পর এই আবহাওয়া বেশ উপভোগ করছেন রাজ্যবাসী। শনিবারও স্বস্তির আবহাওয়া বঙ্গে। আগামী সপ্তাহে ফের একবার হাওয়া...

Arvind Kejriwal | শনিবার থেকে জোর ভোট প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী, দিনভর কী কর্মসূচি রয়েছে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫০ দিন পর অন্তবর্তী জামিনে শুক্রবার মুক্তি পেয়েছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind...

Panchanan Barma | রেজিস্ট্রার সাসপেন্ড হতেই দিনভর নাটকীয়তা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, পরে স্থগিতাদেশ রাজ্যের

0
কোচবিহারঃ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং রেজিস্ট্রারের দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। এ যেন অনেকটা রাজ্য-রাজ্যপালের সংঘাতের মতো। এবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারকে সাসপেন্ড করলেন...

Accident | গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ গয়েরকাটায়

0
গয়েরকাটাঃ শুক্রবার রাত নটা নাগাদ গয়েরকাটা বানারহাট রাজ্য সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সন্তোষ মাহালি (৪২)। বাড়ি গয়েরকাটা চা...

Most Popular