Thursday, May 16, 2024
Homeজাতীয়Sonam Wangchuk | লাদাখের জন্য রাজ্যের মর্যাদা চান, আর কী দাবিতে জীবন...

Sonam Wangchuk | লাদাখের জন্য রাজ্যের মর্যাদা চান, আর কী দাবিতে জীবন বাজি রেখে টানা অনশনে বাস্তবের র‌্যাঞ্চো?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিনেমার ‘র‌্যাঞ্চো’র মতোই জেদি বাস্তবের ‘র‌্যাঞ্চো’। যাঁর জীবনের অনুকরণে তৈরি আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমা। সেই আসল ‘র‌্যাঞ্চো’ এখন খবরে। আমরণ অনশনের ১৫ দিনে পার করল বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক।

চার দফা দাবিকে সামনে রেখে অনশনে নেমেছেন সোনম। যত দিন না তাঁর সেই দাবি পূরণ করছে কেন্দ্র, ততদিন তাঁর অনশন চলবে। তাতে যদি তাঁর মৃত্যু হয়, হবে। কিন্তু তাঁর প্রতিবাদ, আন্দোলন থামবেন না। প্রশাসন তাঁর প্রতিবাদে পাত্তা না দিলেও ইঞ্জিনিয়ার তথা শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনমের অনশন জারি রয়েছে।

টুইটারে সোনম লিখেছেন, ‘আপনারা অনেকেই আমার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। অনেকে জানতেও চেয়েছেন আমি কেমন আছি। তাঁদের বলি, আমি স্রেফ বেঁচে থাকার চেয়ে বোধ হয় এখনও একটু বেশি ভাল আছি। আর দারুণ ভাল থাকার চেয়ে একটু কম।’

তাঁর চার দফা দাবির পুরোটাই তাঁর প্রিয় লাদাখের জন্য। সোনমের সেই চার দফা দাবির প্রথমটি হল লাদাখকে রাজ্যের সম্মান দিতে হবে। এছাড়া লে এবং কার্গিল জেলার জন্য আলাদা আলাদা লোকসভা আসনেরও দাবি জানিয়েছেন তিনি। লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন এবং তাতে চাকরি দেওয়ার আলাদা প্রক্রিয়া বলবত করারও দাবি জানিয়েছেন সোনম। তৃতীয় দাবি হল লাদাখের পরিবেশ রক্ষা। তাঁর অভিযোগ, লাদাখের দক্ষিণ দিকের পরিবেশ নষ্ট করছে খনি ব্যবসায়ীরা এবং বিভিন্ন শিল্প সংস্থা। আর উত্তরের সীমান্তে থাবা বসাচ্ছে চিন। এই পরিস্থিতিতে তাদের আরও দুর্বল করে রাখছে কেন্দ্রীয় সরকারের নীতি।

সোনমের অভিযোগ, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেই আর দুর্বল করে দিয়েছে কেন্দ্র। হিমালয়ের কোলঘেঁষা এই অঞ্চলের বাস্তুতন্ত্র এমনিতেই ভঙ্গুর। তার উপর এখানকার মানুষকে রক্ষা করার জন্য কোনও সরকার না থাকায় তা আরও বেশি বিপন্ন হয়ে পড়ছে।

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। তার জের টেনেই সোনম বলেছেন, পাশের রাজ্যে যখন গণতন্ত্র ফিরবে তখনও লে আর লাদাখে দিল্লি নিয়ন্ত্রিত আমলাতন্ত্রই চলতে থাকবে।

সোনমের চতুর্থ দাবি, লাদাখে সংবিধানের ষষ্ঠ তফসিল নিশ্চয়তার নিরাপত্তা বলবৎ করতে হবে। সংবিধানের এই নিয়ম বলবৎ হলে দেশের আদিবাসী এলাকাগুলিকে ন্যূনতম স্বায়ত্তশাসন দেওয়া হয়। এই এলাকাভুক্ত জমিগুলির জন্যও থাকে বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা। সোনম তাঁর অনশন মঞ্চে বলেছেন, দীর্ঘ চার বছরের টালবাহানার পর গত ৪ মার্চ কেন্দ্র জানিয়ে দিয়েছে, তারা লাদাখের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবে না। সোনমের অনশন শুরু হয়েছে তার ঠিক দু’দিন পর অর্থাৎ ৬ মার্চ থেকেই।

সেই অনশন মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, ‘ভারত নিজেকে ‘গণতন্ত্রের মাতা’ বলে দাবি করে ঠিকই। কিন্তু লাদাখের ক্ষেত্রে কেন্দ্রের আচরণ ‘গণতন্ত্রের বিমাতাসুলভ’।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

0
হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নয়ন রায়(২৪) ও...

Malda lightning | মালদাজুড়ে বজ্রপাতে প্রাণহানি অন্তত ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় বজ্রপাতে (Malda lightning) মৃত্যু হল ১১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ...

Death at Gym | ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর, পরে মৃত্যু

0
রায়পুর: ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল কিশোর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা। রায়পুরের খামতারাই এলাকার...

King Cobra | দক্ষিণ ধূপঝোরায় প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

0
চালসা: প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা (King Cobra) উদ্ধার হল মেটেলি (Matelli) ব্লকের দক্ষিণ ধূপঝোরায়। বৃহস্পতিবার ঢাঙ্গাধুরা এলাকার রাব্বু আলমের বাড়ির সুপারি বাগান...

FIFA | ‘কিংবদন্তীর অবসর’, সুনীলকে সম্মান ফিফার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী সুনীল ছেত্রী। অবসর ঘোষণার পরেই তাঁকে সম্মান জানাল ফিফা। সোশ্যাল...

Most Popular