Sunday, May 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গToy Train | বগি ভাড়া নিয়ে পাহাড় ভ্রমণ, টয়ট্রেনে অভিনব যাত্রা বিদেশিদের

Toy Train | বগি ভাড়া নিয়ে পাহাড় ভ্রমণ, টয়ট্রেনে অভিনব যাত্রা বিদেশিদের

শিলিগুড়ি: ঠিক যেন ভাড়ায় নেওয়া ছোট গাড়ি। এমন গাড়ি ভাড়া নিয়ে নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায়। এবারে একই রাস্তায় সওয়ার টয়ট্রেনও। বিদেশি পর্যটকরা তিনদিনের জন্য এই ট্রেনের একটি স্টিম ইঞ্জিন ও একটি বগি ভাড়া করেছেন। এই ট্রেন নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় রাত কাটিয়ে শৈলশহরের দিকে ছুটবেন। ভাড়া? গোটা প্যাকেজে সবমিলিয়ে মাত্র ৪১ হাজার টাকা। ভাড়ার অঙ্কটা শুনে নিশ্চই অনেকেরই চোখ কপালে উঠবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) সূত্রে খবর, এই রেলের ইতিহাসে টয়ট্রেনকে নিয়ে হল্ট–জার্নি এই প্রথম। টয়ট্রেনকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরতে প্রচারের স্বার্থেই এই সিদ্ধান্ত। ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্রর বক্তব্য, ‘যে বিদেশিরা এবারে এই ট্রেন ভাড়া করেছেন তাঁরা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ভালোবাসেন। তাই এভাবে হল্ট করে তাঁরা দার্জিলিং যাবেন। সেইমতো ট্রেন ভাড়া দেওয়া হয়েছে।’

সোফিয়া, হেনরি, আলেকজান্ডার, এলিনা একেকজন একেক দেশের বাসিন্দা। কেউ সুইডেন, কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, জার্মানি বা ব্রিটেনের। একটি আন্তর্জাতিক গ্রুপের মাধ্যমে সকলের পরিচয়। ওই গ্রুপে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। মূলত করোনা অতিমারির সময় এই গ্রুপ তৈরি হয়। গ্রুপের সদস্যরা ভিন্ন ভিন্ন দেশের বাসিন্দা। কিন্তু বছরে একবার তাঁরা কোনও না কোনও দেশে সমবেত হন। সেই সূত্র ধরেই এবার দার্জিলিংয়ে আসার সিদ্ধান্ত। সেইমতো আগেই ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ। সব নিশ্চিত হওয়ার পর দলটি ১০ দিনের পাহাড় সফরে এসেছে। ২০ জনের এই দল একটি স্টিম ইঞ্জিন ও বগি ভাড়া নিয়েছে। তিনদিন হল্ট করে করে দলটি দার্জিলিং পৌঁছাবে। শনিবার দলটি এনজেপি থেকে তিনধারিয়া পর্যন্ত যায়। দলের সদস্যরা শনিবার রাতে তিনধারিয়াতেই থাকবেন। রবিবার তিনধারিয়া থেকে কার্সিয়াং পর্যন্ত যাবেন। ট্রেনটি সোমবার কার্সিয়াং থেকে দার্জিলিং পৌঁছাবে।

এদিন সুকনা ছাড়িয়ে ট্রেন রংটংয়ের দিকে ছুটতেই প্রকৃতির সৌন্দর্যে সকলে অবাক। দরজার কাছে দাঁড়িয়ে সমানে একের পর এক ছবি তোলা। সোফিয়া এসেছেন সুইডেন থেকে। কেমন লাগছে পাহাড় আর টয়ট্রেন? প্রশ্ন শুনে সংক্ষিপ্ত বক্তব্য, ‘আমি আপ্লুত।’ আলেকজান্ডার এবং এলিনা দুজনেই ব্রিটেনের বাসিন্দা। করোনার সময়েই পরিচয়। দুজনে আবার বাগদানও সেরে ফেলেছেন। কেমন অনুভূতি জানতে চাইলে দুজনের বক্তব্য, অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে। প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করতে চাই।

পর্যটন মহল গোটা বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্টই আপ্লুত। পর্যটন ব্যবসায়ী তথা ডিএইচআর ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির সেক্রেটারি জেনারেল রাজ বসুর বক্তব্য, ‘রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শুধু বিদেশি নয়, ভারতীয়দেরও চার্টার্ডের ক্ষেত্রে রেল সুবিধা দিয়েছে। অনেকেই আছেন যাঁরা বিয়ের জন্যে, জন্মদিনের জন্যে টয়ট্রেন ভাড়া নেন।’ এতোয়ার সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তীর বক্তব্য, ‘রেলের এই উদ্যোগ খুবই ভালো। ডিএইচআর আমাদের সঙ্গে আলোচনা করলে আমরা দেশ–বিদেশে এই উদ্যোগকে প্রচার করতে পারি। এতে সবারই লাভ হবে।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Most Popular