Thursday, May 16, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গStreet drama | পথনাটকই প্রচারের হাতিয়ার বাম-তৃণমূলের, জায়গায় জায়গায় মঞ্চস্থ করছেন দলের...

Street drama | পথনাটকই প্রচারের হাতিয়ার বাম-তৃণমূলের, জায়গায় জায়গায় মঞ্চস্থ করছেন দলের কলাকুশলীরা

জলপাইগুড়িঃ শুধুমাত্র পথসভা, জনসভা এবং গ্রুপ মিটিংয়ের উপর নির্বাচনি প্রচারের ক্ষেত্রকে সীমাবদ্ধ না রেখে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম পথনাটককে নির্বাচনি হাতিয়ার করেছে লোকসভা নির্বাচনের প্রচারে। উভয় দলের পথনাটক দেখার জন্য দর্শকদের ভিড় চোখে পড়ার মতোই। গেরুয়া শিবির অবশ্য পথনাটককে প্রচারের হাতিয়ার করেনি। নাটকের মাধ্যমে সহজসরলভাবে বিষয়বস্তুকে উপস্থাপিত করা সহজসাধ্য। তাই দীর্ঘ প্রায় এক মাস ধরে রিহার্সাল দিয়ে নির্বাচনি প্রচারে একের পর এক জায়গায় নাটক মঞ্চস্থ হয়ে চলেছে।

সিপিএমের গণনাট্য সংঘের তরফে নাট্যকার অধ্যাপক তমোজিৎ রায়ের ‘চোরচুন্নি পালা’ এবং শেখর মজুমদারের ‘শূন্য কিন্তু শূন্য নয়’ নাটক দুটি তালমা, মোহিতনগর, চৌরঙ্গি, জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেট সহ বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হচ্ছে। গণনাট্য সংঘের অন্যতম অভিনেতা শৌমিক ভৌমিক বলেন, ‘চোরচুন্নি পালানাটকে আমরা কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকারকে অভিযুক্ত করেছি। দেশের বিভিন্ন প্রান্তে চরম অরাজক অবস্থার অভিযোগ তুলে সেই অভিযোগকে নাটকে তুলে ধরা হয়েছে।’ রাজ্যে অপব্যবস্থার কথাও সমানভাবে তুলে ধরেছেন তাঁরা। শৌমিক জানান, তাঁরা জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের গ্রাম ও শহরে একের পর এক নাটক মঞ্চস্থ করবেন। নাটকে সর্বস্তরের মানুষ বেশ উৎসাহী। নির্বাচনের মুখে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলিকে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নাটক দুটিতে বলে শৌমিক জানান।

তৃণমূল কংগ্রেসের শিক্ষক ফ্রন্টের সাংস্কৃতিক বিভাগের সদস্য ও সদস্যারা দীর্ঘদিন ধরে নাটকের রিহার্সাল দিয়েছেন। নাটক মঞ্চস্থ্ ইতিমধ্যেই হয়েছে বেলাকোবাতে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডেও নাটক মঞ্চস্থ হয়েছে। নাট্য বিভাগের ডিরেক্টর গোপাল কংসবণিক জানান, ‘আত্মরক্ষা’ নামে তাঁরা নাটক মঞ্চস্থ করছেন। বিজেপির ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগকে অভিনয়ের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফলের কথাও জানান দেওয়া হচ্ছে নাটকেই। নাটকে অভিনয় করছেন শিক্ষিকা সুচন্দ্র বসাক, সুপ্রিয়া চট্টোপাধ্যায়, ঝুমুর ভট্টাচার্য, শিক্ষক নীলািদ্র সরকার এবং শিক্ষিকা চুমকি সরকার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Coochbehar Police | প্রবীণ নাগরিকদের সহযোগিতায় ‘সম্মান’ প্রকল্প চালু পুলিশের

0
কোচবিহার: প্রবীণ নাগরিকদের সহযোগিতার জন্য বিশেষ প্রকল্প চালু করল কোচবিহার জেলা পুলিশ। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সম্মান’। বৃহস্পতিবার পুলিশ লাইনের কনফারেন্স হলে এই...

Alipurduar | রাজবংশী সংস্কৃতিকে তুলে ধরে ফ্যাশন শোয়ের আয়োজন বিষুয়া উৎসবে

0
শামুকতলা: রাজবংশীদের অন্যতম পার্বণ বিষুয়া উৎসব। সোমবার থেকে দু’দিনব্যাপী বিষুয়া উৎসবে মেতে উঠলেন আলিপুরদুয়ার (Alipurduar) জেলার রাজবংশী (Rajbanshi) জনজাতির মানুষ। নতুন প্রজন্মের কাছে এই...
rape-case

Sandeshkhali | রাতের অন্ধকারে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ!তৃণমূল নেতার বিরুদ্ধে FIR দায়ের সন্দেশখালি থানায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের (Attempt to rape) চেষ্টার অভিযোগে এফআইআর (FIR) রুজু করে তদন্তে নামল পুলিশ...

Supreme Court | ইডির ক্ষমতা খর্ব, অভিযুক্তের গ্রেপ্তারি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র (ED) ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপের মামলায় (Money...

খাওয়ার পর মিনিট দশেক হাঁটার অভ্যাস করুন, দূর হবে রোগবালাই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুর হোক বা রাত, খাবার খেয়েই দুম করে বিছানায় শুয়ে পড়া একদমই ভাল নয়। ব্যস্ততার জন্য দিনের অন্যান্য সময়েও শরীরচর্চা...

Most Popular