Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গBalurghat | উচ্চারণ বিতর্ক নিয়ে তর্জা বালুরঘাটে, সাফাই দিতে ময়দানে তৃণমূল-বিজেপি

Balurghat | উচ্চারণ বিতর্ক নিয়ে তর্জা বালুরঘাটে, সাফাই দিতে ময়দানে তৃণমূল-বিজেপি

সুবীর মহন্ত, বালুরঘাট: উচ্চারণ বিতর্ক নিয়ে সরগরম বালুরঘাট (Balurghat)। বুধবার বালুরঘাটের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) একাধিক শব্দ ভুল উচ্চারণ করেন বলে জানা গিয়েছে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে কার্যত নেটিজেনরা কটাক্ষ করতে শুরু করেছেন। শুধু অমিত শা নয়, উচ্চারণে ভুল নাকি ধরা পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) কথাতেও। তাঁকেও কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। তবে সাফাই দিতে ময়দানে নেমে পড়েছে দুই দল।

এবিষয়ে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি সুভাষ চাকির বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী ভুলবশত ওই উচ্চারণ করেছিলেন। ইচ্ছাকৃতভাবে তিনি একথা বলেননি।’ অপরদিকে, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘একজন গুজরাটি ভাষার মানুষ এসে সঠিক বাংলা বলতে পারবেন, এটা কখনও হতে পারে না। কিন্তু একজন বাঙালি মুখ্যমন্ত্রী আত্রেয়ী নদীকে ‘আত্মীয় নদী’ বলে উচ্চারণ করছেন, সেটা কি মানা যায়! অমিত শাজিকে বিপ্লববাবু বা অভিষেকবাবুরা কটাক্ষ না করে, মুখ্যমন্ত্রীর উচ্চারণ নিয়ে কিছু বলতে বলুন।’

উচ্চারণ নিয়ে তৃণমূল ও বিজেপির তরফে সাফাই যত না শোনা গিয়েছে, তার থেকে একাধিক ইস্যুতে একে অপরকে আক্রমণ করেছে অনেক বেশি। বুধবার সন্ধ্যায় বালুরঘাটে প্রেস মিট করে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ও অমিত শাকে বিঁধেছেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। পদ্মপ্রার্থীকে কটাক্ষ করে বিপ্লবের দাবি, ‘সুকান্ত পাঁচ বছরে একটা রাস্তাও করেননি। তিনি রেলের উন্নয়ন নিয়ে মাঝেমধ্যে দাবি করেন। কিন্তু রেল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি যা প্রচার করেন, সবই যে ভাঁওতা তা প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই। বিরোধী হলেও আশা ছিল, তাঁরা উন্নয়নের কথা বলবেন। উন্নয়নের কথা না বলে ভয়ভীতি প্রদর্শনের কথা বলছে। এনআইএ নিয়ে তদন্ত হচ্ছে। ভয় দেখাচ্ছে। দেশের মন্ত্রীর কাছে আশা করিনি।’

বিপ্লবের আরও সংযোজন, ‘আমাদের জেলায় বিমানবন্দর বন্ধ। সেটা নিয়েও কোনও কথা বলেননি। সুকান্ত এখন যা নিয়ে প্রচার করছেন, একটা প্রতিশ্রুতিও ওই দলের শীর্ষনেতারা অনুমোদন দেননি। ওঁনার দল অনুমোদন দেননি। এটা পরিষ্কার। রেলের প্রোজেক্টগুলো যেগুলি ছিল, সেগুলি নিয়েও কথা বলেননি।’ আসন প্রাপ্তি নিয়ে বিজেপির প্রতি তৃণমূল প্রার্থীর কটাক্ষ, ‘মোদিজি এই রাজ্যে ৪২টি আসন জিতবেন বলেছিলেন। অমিত শা আগে ৩৫, এখন ৩০ বললেন। কোনটা আসলে তাঁরা বলতে চাইছেন। হয় মোদিজি ঠিক বলেননি, না হলে অমিতজি ঠিক বলেননি।’

এবিষয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, ‘তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী। তিনি কি প্রকল্প করেছেন, তা আগে বলুক। আমরা কি করেছি, তা মানুষ জানে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল কামব্যাক করেছে টিম। আর এই ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন...

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তারপরই উচ্ছ্বাসে মাতলেন দলের সমর্থকরা। শনিবার আরসিবি প্লে-অফের...

Uttar Dinajpur | শ্মশানে মিলল পচাগলা দেহ, পাশে পড়ে দুই জখমও, ঘটনা ঘিরে ধোঁয়াশা

0
গোয়ালপোখর: শ্মশান থেকে এক ব্যক্তির পচাগলা দেহ (Mysterious Death) উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এক মহিলা সহ দু’জন জখমকেও একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।...
kairi murg tikka recipe

আম ও মাংসের সুস্বাদু মেলবন্ধন, বানিয়ে নিন ‘কাইরি মুর্গ টিক্কা’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুরগির মাংসের অনেক ধরণের রান্না তো খেয়েছেন। কিন্তু কাঁচা আমের সঙ্গে মাংসের কোনও রান্না খেয়েছেন কি? সেই পদের নাম ‘কাইরি...

Bengal Police | এবার পুরুলিয়ার এসপি-কে সরাল নির্বাচন কমিশন, তালিকায় আর কারা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে ফের রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার দিনই পুরুলিয়ার পুলিশ সুপার...

Most Popular