Tuesday, May 21, 2024
HomeTop NewsRaiganj | দিলীপকে দুর্গাপুরের গোরুর কাছে পাঠানো হয়েছে, রায়গঞ্জে রোড-শোয়ে কটাক্ষ বাবুল...

Raiganj | দিলীপকে দুর্গাপুরের গোরুর কাছে পাঠানো হয়েছে, রায়গঞ্জে রোড-শোয়ে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

রায়গঞ্জঃ ‘কংগ্রেস-সিপিএম নিয়ে কিছু বলব না। বিজেপির সাংসদ এখান থেকে পালিয়ে গিয়েছে। ওদের এমন অবস্থা, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) খড়্গপুর থেকে দুর্গাপুরে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর একটা কারণ থাকতে পারে। তিনি যে গোরুর দুধ থেকে সোনা বের করেছিলেন সেটা হয়তো শেষ হয়ে গিয়েছে। আর ওখান থেকে হবে না, তাই দুর্গাপুরের গোরুর কাছে পাঠিয়ে দিয়েছেন।’ রবিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) সমর্থনে রোড শোতে অংশ নিয়ে এই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই মন্তব্য করে একইসঙ্গে নতুন বিতর্কেরও জন্ম দিলেন তিনি।

এদিন রায়গঞ্জের সুপার মার্কেট থেকে রাধাকৃষ্ণের মন্দির পর্যন্ত রোড শোয়ে পা মেলান বাবুল। তিনি বলেন, ‘আমাকে যখন আসানসোল থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা চলছিল তখন আমি জোর দিয়ে বলেছিলাম, আমি ওখানে যা কাজ করেছি তাতে ১০০ শতাংশ জিতব। যদি হেরেও যাই আসানসোল থেকে পালাব না।’ বালুরঘাটের বিদায়ি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও এদিন একহাত নেন তিনি। বাবুল দাবি করেন, ‘রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিপুল ভোটে জয়ী হবেন। বাম ও কংগ্রেসকে ধর্তব্যের মধ্যে আনছি না।’

যদিও বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা বালুরঘাটের পর্যবেক্ষক শংকর চক্রবর্তী বলেন, ‘বাবুল সুপ্রিয় হচ্ছেন দলবদলু। এই দল থেকে ওই দলে ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূলের থার্ড গ্রেডের মন্ত্রী। তাঁর মুখে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের কথা শোভা পায় না। আমাদের দুই সাংসদ কী উন্নয়ন করেছেন তা ওই দুই কেন্দ্রের মানুষ বলবে।’

তবে এদিন বাবুলের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ‘দিলীপ ঘোষকে দুর্গাপুরের গোরুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ অনেকেই বলছেন, একথা বলে দুর্গাপুরের ভোটারদের গোরুর সঙ্গে তুলনা করেছেন রাজ্যের এই মন্ত্রী। ভোট বাক্সেও এর প্রভাব পড়তে পারে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে ভিড় বাড়ছে অসুস্থ শিশুর, সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের

0
রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) মেডিকেলের বহির্বিভাগে অসুস্থ শিশুদের ভিড়ে তিলধারণের জায়গা নেই। জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, বমি সহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের ভিড়...

Malda | স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্না, যুবতীকে মারধর!

0
হরিশ্চন্দ্রপুর: স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর দরজায় ধর্নায় বসেছিলেন বিহারের (Bihar) এক যুবতী। সোমবার সারাদিন ধরে চলে ধর্না। ঘটনাস্থলে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর পুলিশ পৌঁছে ওই...

Cough syrup seized | কিশনগঞ্জগামী বাস থেকে কাফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ২

0
কিশনগঞ্জ: এসএসবি ও পুলিশের নাকা চেকিংয়ে পাটনা থেকে কিশনগঞ্জগামী বাস থেকে ২৮০০ বোতল কাফ সিরাপ (Cough syrup seized) বাজেয়াপ্ত করা হল। গ্রেপ্তার (Arrest) করা...

Ramkrishna Mission | ‘রাজনীতির কোনও সম্পর্ক নেই’, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মুখ খুললেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলকাণ্ডের দু’দিন পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে মমতা বলেন,...

তীব্র গরমে দেড় দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম, বিক্ষোভ সাট্টারিতে

0
মালদা: প্রবল গরমে হাঁসফাঁস করছে মালদাবাসী। তারমধ্যেই দোসর হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইংরেজবাজারের সাট্টারি এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার ভোর চারটে...

Most Popular