Tuesday, May 21, 2024
HomeBreaking NewsCM Mamata Banerjee | ‘মোদির এত বড় সাহস!’ হরিরামপুরের জনসভায় মমতা

CM Mamata Banerjee | ‘মোদির এত বড় সাহস!’ হরিরামপুরের জনসভায় মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘নরেন্দ্র মোদির (Pm Narendra Modi) এত বড় সাহস! বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে!’ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হরিরামপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মমতা বলেন, ‘বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না। হিম্মত থাকলে কাজ করে ভোট নাও। সাফল্য দেখিয়ে ভোট নাও। ১০ বছরে কী কাজ করেছ, তার রেকর্ড দেখাও।’ পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নাম না করে মুখ্যমন্ত্রী বললেন, ‘ওরা বলছে, উলটো ঝুলিয়ে সিধে করে দেবে? আরে, জনতা তোমাদের সরকারটাই উলটে দেবে।’

‘বেলুরঘাট’ প্রসঙ্গেও এদিন কটাক্ষ করতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, ‘বালুরঘাটের নাম বলতে পারে না। বলে ‘বেলুরঘাট’। এখানে যে সাংসদ ছিলেন, তাঁর নামটাও ঠিক করে বলতে পারেনি। আর একজন আসে ‘ভোট পাখি’। বছর বছর দেখা নেই।’

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে ‘বন্ধ সরকার’ বলেও এদিন কটাক্ষ করেন মমতা। বলেন, ‘কী কাজ করেছে ওরা? টাকা বন্ধ করেছে। আর বিনা পয়সায় র‍্যাশন আমরা দিয়েছি। স্বাস্থ্যসাথী আমরা দিয়েছি। কন্যাশ্রী আমরা দিয়েছি। রূপশ্রী আমরা দিই। লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। চা-বাগানের পাট্টা আমরা দিই। তপসিলি ভাতা আমরা দিই। কাজ আমরা করেছি আর ভোটটা নিয়ে চলে গেল সু বাবু।’ বাংলায় সিপিএম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা। বলেন, ‘সিপিএম, কংগ্রেস, বিজেপি হল জগাই-মাধাই-গদাই। ওদের একটা ভোটও দেবেন না। সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। ওরা পঞ্চায়েতে একসঙ্গে কাজ করে। বিধানসভায় একসঙ্গে কাজ করে। বাংলায় একসঙ্গে কাজ করে। কেরলে কংগ্রেস- সিপিএমে লড়াই। আর বাংলায় কংগ্রেস-সিপিএম ভাই ভাই।’ বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হলে তৃণমূলই একমাত্র বিকল্প বলে এদিন জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বাংলায় দুর্নীতি হয়নি, লোকাল কয়েকজন বদমাইশি করেছিল, বাদ দিয়ে দিয়েছি।’ ‘ওঁরা বলছে দুর্নীতি হয়েছে। প্রমাণ দাও। বার বার বলেছি, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র- চার রাজ্যের দুর্নীতির তালিকা প্রকাশ করে দেখাও কোথায় কত দুর্নীতি হয়েছে, কত মহা দুর্নীতি হয়েছে। বাংলায় দুর্নীতি হয়নি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Anant-Radhika | অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার প্রি-ওয়েডিংয়ের প্রস্তুতি, কোথায় বসছে আসর?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের (Anant-Radhika) প্রি-ওয়েডিংয়ের আসর। জাকজমকপূর্ণ এই আসরে উপস্থিত ছিলেন...

Migrant worker dead | পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া মালতীপুরে

0
সামসী: চেন্নাইয়ে (Chennai) কাজে গিয়ে মৃত্যু হল মালতীপুরের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker dead)। মৃতের নাম, আবু তাহের (১৯)। বহুতল নির্মাণ শ্রমিক হিসেবে চেন্নাইয়ে কর্মরত...

Dev-Hiran | ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান’ কাকে নিয়ে লিখলেন দেব?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ মঙ্গলবার ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ফেসবুক পেজে এমন লেখাই জ্বলজ্বল...

Brown Sugar | লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক

0
শিলিগুড়ি: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রকি সিং। তিনি ডালখোলার বাসিন্দা। ধৃতের কাছ...

Accident | ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুটি বাইকের, দুর্ঘটনায় মৃত ১, আহত ৬  

0
কিশনগঞ্জঃ সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় আহত হন আরও ৫ যুবক। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকার সমেশ্বর...

Most Popular