Monday, June 17, 2024
HomeTop NewsSSC Scam | যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কোন স্বার্থে অযোগ্যকে চাকরি? এসএসসির...

SSC Scam | যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কোন স্বার্থে অযোগ্যকে চাকরি? এসএসসির  হলফনামা চাইল হাইকোর্ট    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যোগ্যপ্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কোন স্বার্থে চাকরি দেওয়া হল? এই বিষয়ে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয় হাইকোর্টে। এদিনই এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পরবর্তী শুনানি হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। তার আগে এসএসসিকে হলফনামা জমা দিতে হবে।

কলকাতা আদালত সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা তারিফ আলি ২০১২ সালে ভূগোল বিষয়ে আরএলএসটি পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, মেধা তালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র দেওয়া হয়নি তারিফকে। পরে তথ্যের অধিকার আইনে এসএসসি জানায়, পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৫২। এমনকী নির্ধারিত নম্বরের চেয়ে তাঁকে ২ নম্বর কম দেওয়া হয়।

আশিসবাবু আদালতে বলেন, এসএসসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যাঁরা স্নাতকস্তরে ৫০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাঁরা স্নাতকের ১৪ নম্বরের মধ্যে ১২ নম্বর পাবেন। অথচ তারিফ স্নাতকস্তরে ৫০ শতাংশের  বেশি নম্বর পেলেও তাঁকে ১২ নম্বরের পরিবর্তে ১০ দেওয়া হয়েছে। এসএসসির তরফে সঠিক নম্বর দিলে তাঁর প্রাপ্ত নম্বর দাঁড়াতো ৫৪। মামলাকারী এসএসসির কাছে সমস্ত নথি সমেত লিখিত অভিযোগে জানান, একই মেধা তালিকায় ৫২.৩৩ নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন। অথচ তাঁর প্রাপ্ত নম্বর ৫৪ হওয়া সত্বেও তাঁকে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে।

এদিন এসএসসিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতির বিশ্বজিত বসু। এদিন আদালতে তিনি বলেন, “এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কারণ অ্যাকাডেমিকসে নম্বর কীভাবে কমে যায় এবং যোগ্যপ্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কীভাবে চাকরি দেওয়া হল?”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ভাগবত হয়তো মুক্তো ছড়ালেন উলুবনে

0
  রন্তিদেব সেনগুপ্ত তিন দশক পরে আরও একজন কেউ নরেন্দ্র মোদিকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিলেন। তিন দশক আগে, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন দেশের...

Train accident | সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণেই কাঞ্চনজঙ্ঘা-মালগাড়ি সংঘর্ষ, জানালো রেল    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে রেল। সোমবার সকালে ভয়াবহ ট্রেন...

অগ্রগতির লক্ষ্যে বদলে যায় সব চেনা পথ 

0
  শৌভিক রায়  উচ্চমাধ্যমিক পাশ করার পর ফালাকাটা থেকে কোচবিহারের কলেজগুলিতে ফর্ম ফিলআপ করতে গিয়েছিলাম। প্রবল বর্ষায় সব রাস্তা বন্ধ। দেড় ঘণ্টার পথ ঘুরপথে পৌঁছাতে লেগেছিল...

Train Accident | চলছে উদ্ধারকাজ, রাঙাপানিতে বাস পাঠাচ্ছে এনবিএসটিসি

0
কোচবিহার: সোমবার সকালে রাঙাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনা(Train Accident)। শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মালগাড়ি। ধাক্কার জেরে কাঞ্চনজঙ্ঘা তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। যুদ্ধকালীন...

শরিকদের মোছার কাজ শুরু সিপিএমেরই   

0
  প্রবীর ঘোষাল একসময় সিঙ্গুরের জমি আন্দোলনকে ঘিরে শুধু রাজ্যে নয়, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘টাগ অফ...

Most Popular