Friday, June 28, 2024
HomeTop NewsVirat Kohli | জঙ্গি গ্রেপ্তারে কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়! আমেদাবাদে অনুশীলন বাতিল...

Virat Kohli | জঙ্গি গ্রেপ্তারে কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়! আমেদাবাদে অনুশীলন বাতিল করল আরসিবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদ বিমানবন্দরে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। এই ঘটনার পর মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিলেও নিরাপত্তার ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হয়েছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে জঙ্গি নাশকতার কথা মাথায় রেখে নিরাপত্তজনীত সংশয়ের কারণে আরসিবি তাদের অনুশীলন বাতিল করে। বাতিল করা হয় সাংবাদিক সম্মেলনও।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচের আগে জঙ্গি নাশকতার আশঙ্কায় অনুশীলন বাতিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার আরসিবির অনুশীলন করার কথা ছিল আমদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে। তবে সরকারিভাবে কোনও কারণ না জানিয়েই অনুশীলন বাতিল করে আরসিবি। যদিও তার আগে রাজস্থান রয়্যালস একই মাঠে তাদের অনুশীলন সারে।

সুত্রের খবর, গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনীত কারণেই আরসিবির অনুশীলন ও সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে। বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্যই নাকি এমন পদক্ষেপ। গুজরাট পুলিশের তরফে আরসিবির পাশাপাশি রাজস্থান রয়্যালস শিবিরকেও জানানো হয়েছিল, রাজস্থান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন সারে।

বিজয় সিংহ জোয়ালা নামে এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘কোহলি দেশের সম্পদ। ওঁর নিরাপত্তা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব পায়। আরসিবি কোনও ঝুঁকি নিতে চায়নি। তারা আমাদের জানিয়ে দেয় যে, অনুশীলন করবে না। রাজস্থান রয়্যালসকেও ঘটনার কথা জানানো হয়েছিল। তবে ওদের অনুশীলন সারতে অসুবিধা ছিল না।’

এদিকে আমেদাবাদে জঙ্গি সন্দেহে চারজনের গ্রেপ্তারের পরই স্বাভাবিকভাবেই আরসিবির টিম হোটেলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। আরসিবির সদস্যদের জন্য আলাদা করিডর ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। হোটেলের অন্য কোনও অতিথিকে আরসিবির হোটেল রুমগুলির ত্রিসীমানায় যেতে দেওয়া হচ্ছে না। এমনকি হোটেল চত্ত্বরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধু আরসিবিই নয়, রাজস্থান রয়্যালস টিমকে গ্রিন করিডর করে অনুশীলনের জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। টিম বাসের আগু-পিছু বাড়তি পুলিশ কনভয় ছিল। মাঠের চারিদিকে ছিল পুলিশে পুলিশে ছয়লাপ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rss | জলা বুজিয়ে আসানসোলে আরএসএস দপ্তর! মুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন

0
আসানসোল: রাজ্য জুড়ে বেআইনি জবরদখল নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে আরও এক দফায় বৈঠক করেন। নবান্নের সেই বৈঠকেই উঠে আসে আসানসোলে...

TMCP Protest | নিট ও নেট-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-এনটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টিএমসিপি’র...

0
কোচবিহার: নিট (NEET) ও নেট (NET)-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ও এনটিএ’র (NTA) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে শামিল হল তৃণমূল...

Bjp | মহিলা বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার! কাঠগড়ায় তৃণমূল

0
ঘোকসাডাঙ্গা: বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ২ ব্লকের ঘটনা। বর্তমানে ওই বিজেপি নেত্রী কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও...

Raiganj | ধর্ষণের চেষ্টা! থানায় অভিযোগ করায় দুষ্কৃতীদের হুমকিতে ঘরছাড়া গৃহবধূ

0
রায়গঞ্জ: এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেশী দু’জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানায় (Raiganj police station) অভিযোগ দায়ের করেন মহিলা। এদিকে অভিযোগ...

Harishchandrapur | সোশ্যাল মিডিয়ায় তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে উত্তেজনা

0
হরিশ্চন্দ্রপুর: এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের...

Most Popular