Wednesday, June 26, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরAttempted murder | কটূক্তির প্রতিবাদ করাই অপরাধ, ধারালো অস্ত্রের কোপ যুবকের গলায়,...

Attempted murder | কটূক্তির প্রতিবাদ করাই অপরাধ, ধারালো অস্ত্রের কোপ যুবকের গলায়, অভিযুক্ত পলাতক  

রায়গঞ্জঃ এক যুবককে ধারালো অস্ত্রের সাহায্যে হত্যার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণীয়া এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো(২৭)। গুরুতর জখম অবস্থায় রামচন্দ্রকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। জখম রামচন্দ্রের অভিযোগ, তাঁকে হত্যার চেষ্টা করেছে সন্দীপ মাহাতো নামে প্রতিবেশী যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

রামচন্দ্রের কথা অনুযায়ী, শুক্রবার রাতে প্রতিবেশী যুবক সন্দীপ মাহাতো তাঁর দাদা গণেশ পালের সম্পর্কে কটূক্তি করছিল। সেই কটূক্তির প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে। গলা ও শরীরের একাধিক জায়গায় অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তাতেই তিনি গুরুতর জখম হন।

আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানান, তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তবে কী কারণে তাঁর ভাইয়ের গলায় ছুরি মারা হল সে বিষয়ে ধন্দে তিনি। তবে সন্দীপের সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না বলে জানান তিনি। তাঁর দাবি, ভাই সক্রিয় তৃণমূল কর্মী। এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য থাকলেও থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল বলেন, ‘অভিযুক্ত সন্দীপ মাহাতো এলাকায় সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করি।’

এদিকে, এই ঘটনার পর অভিযুক্ত যুবক সন্দীপের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। খবর পেয়ে মেডিকেল কলেজে যান রায়গঞ্জ থানা আইসি বিশ্বাশ্রয় সরকার। তিনি পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। তবে কী কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Train service | ট্র্যাক মেরামতের জেরে দেরিতে বহু ট্রেন

0
সানি সরকার, শিলিগুড়ি: সিগন্যালের সমস্যা থেকে মালগাড়ির চালকের ‘ভুল’, নানা তত্ত্ব উঠে এসেছে নিজবাড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণ হিসেবে। আলোচনার লাইমলাইটে আসেনি ‘ট্র্যাক’। তবে...

Siliguri | অ্যাস্ট্রোফিজিক্সে বই ১৫ বছরের দেবার্পণের

0
তমালিকা দে, শিলিগুড়ি: টাইম ট্রাভেল, বিগ ব্যাং থিয়োরি, টাইম লুপিং। আর পাঁচটা সাধারণ মানুষের কাছে এই শব্দগুলো চেনা হলেও ভেতরের তত্ত্ব বুঝতে পারেন না...

0
শিলিগুড়ি : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়লো গাড়ি।আজ ঘটনাটি ঘটেছে পশ্চিম সিকিমের ৩ নম্বর মানেবাংয়ে। স্থানীয়দের বক্তব্য, ভারী বর্ষণের মধ্যে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ...

Siliguri | জবরদখলে জেরবার শিলিগুড়ি, মুখ্যমন্ত্রীর ধমকে হুঁশ ফেরার আশা শহরে

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৫ জুন : এমনিতেই যানজটে শহরের গতি থমকে যাচ্ছে। তার ওপর যত্রতত্র জবরদখল শিলিগুড়িকে কার্যত অবরুদ্ধ করে দিয়েছে। তা সে কাছারি...

Abraham Lincoln wax statue melts | তীব্র গরম মার্কিন যুক্তরাষ্ট্রে, গলে গেল আব্রাহাম লিঙ্কনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে রেহাই নেই মার্কিন যুক্তরাষ্ট্রেও। অন্যান্য কয়েকটি দেশের মতো তাপপ্রবাহ (Heatwave) চলছে সেখানেও। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে (Washington DC) অবস্থিত...

Most Popular