Wednesday, June 26, 2024
Homeরাজ্যAsansol | মালগাড়ির ধাক্কায় আসানসোলে কর্মরত রেল কর্মীর মৃত্যু, বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির

Asansol | মালগাড়ির ধাক্কায় আসানসোলে কর্মরত রেল কর্মীর মৃত্যু, বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির

আসানসোল: কর্মরত অবস্থায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এক রেলকর্মীর। শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুলটি ও সীতারামপুরের মাঝে ৩ নং ব্রিজের কাছে। এই ঘটনার পরে আসানসোল ডিভিশনে কর্মরত রেল কর্মীদের কাজের চাপ, সুরক্ষা ও রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে অভব্য আচরণের মতো অভিযোগ তুলে সরব হয়েছেন একাধিক সর্বভারতীয় রেল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
রেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত রেল কর্মীর নাম নিতাইপদ সেন ( ৪৬)। তাঁর বাড়ি আসানসোলের ইসমাইলে। তিনি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কনস্ট্রাকশন বিভাগে টেকনিশিয়ান (১) পদে কর্মরত ছিলেন। এদিন সীতারামপুর ও কুলটির মাঝে ৩ নং ব্রিজের কাছে ওভারহেড তার ছিঁড়ে যায়।সেইখানে কাজ করার সময় কোন একটা জিনিস আনতে পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিতাইপদ। সেই সময় একটি মালগাড়ি তাঁকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোলে ডিভিশনাল রেল হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ওই রেলকর্মীর পরিবারের সদস্যদের পাশাপাশি রেল শ্রমিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে আসেন। আসেন এডিআরএম, সিনিয়র ডিপিও সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরাও।
রেল শ্রমিক সংগঠনের দুই নেতা সুনীল দত্ত ও সুধীর রায় অভিযোগ করে বলেন, ‘ রেল কর্মীদের কাজ করার সময় কোন সুরক্ষা নেই। ৫ জনের কাজ দুজনকে দিয়ে করানো হচ্ছে। তার সঙ্গে রেল আধিকারিকদের অভব্য আচরণ ও হুমকি তো আছেই। এরফলে কর্মীরা মানসিক চাপের মধ্যে থাকেন। যে কারণে এমন ঘটনা ঘটছে।’
এদিকে রেলের তরফে বলা হয়েছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী মৃত কর্মীর পরিবারের এক সদস্যকে চাকরি ও আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Arunachal Pradesh | ফোন ব্যবহার করায় স্কুলের শাস্তি! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ম না মেনে স্কুল চত্বরে ফোন ব্যবহার করেছিল এক ছাত্র। তার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফে শাস্তিস্বরূপ তাঁকে বহিষ্কারের নির্দেশ দেওয়া...

Islampur | স্কুল ভবনের নীচ থেকে সরছে মাটি, নির্মাণে দুর্নীতির সন্দেহ অভিভাবকদের

0
শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: নতুন ভবন তৈরি হয়েছে স্কুলে(School)। সেখানে রয়েছে দুটো ক্লাসরুম এবং একটি বাথরুম। গরমের ছুটি শেষে বিদ্যালয় খোলার দু’দিন পরেই নবনির্মিত ভবন...

Arjun-Malaika | অর্জুনের জন্মদিনে অনুপস্থিত মালাইকা! বিচ্ছেদের পর বন্ধুত্বেও ইতি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শোনা গিয়েছিল সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা (Arjun Kapoor and Malaika Arora)। যদিও এই নিয়ে দুই...

Karachi | করাচির রাস্তায় পড়ে একের পর এক দেহ! নেপথ্যে কি মাদকযোগ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের করাচিতে (Karachi) একের পর এক রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গত কয়েক দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি...

Arvind Kejriwal | কেজরিকে গ্রেপ্তার করল সিবিআই, আদালতেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবগারি দুর্নীতি...

Most Popular