Monday, July 1, 2024
HomeTop NewsBangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা...

Bangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা বাংলাদেশের সাংসদের ৪ কেজি দেহাংশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুচি কুচি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে। চিকিৎসা করাতে তিনি কলকাতায় এসেছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। পরে জানা যায়, সাংসদকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে। এই ঘটনায় খুনি কসাই জিহাদ হাওলাদারকে সিআইডি গ্রেপ্তার করলেও সাংসদের দেহের হদিশ কিছুতেই মিলছিল না। অবশেষে মঙ্গলবার বিকেলে নিউ টাউন থানার সঞ্জীবা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে একটা পলিথিনে জড়ানো অবস্থায় এই দেহাংশ পেয়েছেন সিআইডির গোয়েন্দারা। ওজন প্রায় ৪ কেজি। এই মাংসের টুকরো এবার ফরেনসিকের জন্য পাঠানো হবে।

রবিবারই সাংসদের হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় এসেছে ঢাকার গোয়েন্দাদের তিন সদস্যের দল। মঙ্গলবারও সিআইডির সঙ্গে যৌথভাবে তদন্ত চালান বাংলাদেশ পুলিশের গোয়েন্দারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ অনুরোধ করেন, যে আবাসনে সাংসদ ছিলেন, সেখানকার বাথরুমের কমোডের ফ্লাশের নিকাশিও যেন পরীক্ষা করে দেখা হয়। গোয়েন্দাদের সন্দেহ ছিল, বাথরুমে গিয়ে ফ্লাশ করা হয়ে থাকতে পারে সাংসদের দেহের টুকরোগুলি। সেই অনুরোধ মেনেই মঙ্গলবার সাংসদের দেহাংশের খোঁজে তদন্তকারীরা যান নিউটাউনের সেই ফ্ল্যাটে। সেখানকার নিকাশি পাইপ, সেপটিক ট্যাঙ্ক পরীক্ষা করা হয়। এছাড়া আবাসনের উল্টোদিকে বাগজোলা খালেও তল্লাশি চলে। দিনভর টানা তল্লাশি অভিযানের পর সেপটিক ট্যাঙ্ক ভাঙা হয়। এরপর সন্ধে নাগাদ সেই পাইপ থেকেই সাংসদের কিছু মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে বলে জানায় তদন্তকারী দল।

এদিন ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তদন্ত ঠিক পথে এগোচ্ছে। আমরা এখনও দেহাংশ উদ্ধারের ব্যাপারে আশাবাদী। আমাদের হাতে ইতিমধ্যে যা তথ্যপ্রমাণ রয়েছে তাতে অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না।’

এদিকে, বাংলাদেশের সাংসদ খুনে এখনও পলাতক ৪ অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সাংসদের বাল্যবন্ধু আখরাউজ্জামান। বাকি তিন জন হলেন, সিয়াম, মুস্তাফিজুর রহমান ও ফয়জল। দেশের যে কোনও বন্দর বা বিমানবন্দরে দেখা গেলেই এদের আটক করতে নির্দেশ দিয়েছেন সিআইডি কর্তারা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Manipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল ট্রাক, মৃত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ভেঙে পড়েছে একের পর নব নির্মিত সেতু। এ বার সেতু বিপর্যয় ঘটল মণিপুরে। রবিবার নব নির্মিত একটি সেতু...

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল...

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে  

0
দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো রয়েছে দেওয়ালে দেওয়ালে। আর সেই পোস্টারের উপরে লেখা ‘চোর...

Most Popular