Friday, July 5, 2024
HomeTop NewsNarendra Modi | কাকদ্বীপের সভায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ, মমতা-অভিষেকের নাম নিলেন...

Narendra Modi | কাকদ্বীপের সভায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ, মমতা-অভিষেকের নাম নিলেন না মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভার সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর এই নির্বাচনের আগে বুধবার বাংলায় কাকদ্বীপে শেষ সভা করলেন নরেন্দ্র মোদি। এদিনের শেষ সভায় মোদি তাঁর বক্তব্যে বাংলার শাসকদলকে বিঁধলেও একটি বারের জন্যও নাম নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

বুধবার কাকদ্বীপের সভা থেকে নরেন্দ্র মোদি নিশানা করেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। এদিনের আধঘণ্টার ভাষণে তুলে ধরেন তোষণ, কাটমানি, থেকে শুরু করে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দেওয়া ও বাংলায় অনুপ্রবেশকারীদের রমরমা বৃদ্ধি প্রসঙ্গ। এ ছাড়াও তৃণমূলের বিরুদ্ধে সন্ন্যাসীদের অপমান এবং গালিগালাজ করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। এদিনি তিনি বলেন, ‘‘বাংলার মানুষদের নিয়ে তৃণমূলের কোনও ভাবনা নেই। শুধু তোলাবাজি এবং কাটমানি নিয়েই ওদের যত ভাবনা। এই তৃণমূলকে কি সাজা দেবেন না? তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিড-ডে মিলেও কাটমানি চাই ওদের।’’ এদিন তিনি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেও মমতা বা অভিষেকের নাম পুরো বক্তৃতায় এক বারের জন্যও উল্লেখ করেননি।

কাকদ্বীপের সভা থেকে ৪ জুনের পর বাংলার পরিস্থিতি কী হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দেশের পরিবারতান্ত্রিক দলগুলি আপনা থেকেই শেষ হয়ে যাবে। ওই দলগুলির কর্মীরাও হাঁপিয়ে উঠেছে। ওরাও দল থেকে সরবে। ৪ জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

রাজশেখর, ত্রৈলোক্যনাথ ও ভোলেবাবা

0
অজিত ঘোষ রস সাহিত্যিক রাজশেখর বসুর ছোটগল্প, ‘বিরিঞ্চিবাবা’ অবলম্বনে সত্যজিৎ রায় দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন৷ প্রথমটি ‘কাপুরুষ’, দ্বিতীয়টি ‘মহাপুরুষ৷’ ধর্মের প্রতি...

Leopard Caged | চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাসিন্দারা

0
মেটেলি: চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard Caged)। বৃহস্পতিবার রাতে মেটেলি চা বাগানের ছোটাকোঠি লাইনের ২২ নম্বর সেকশনে বন দপ্তরের বসানো খাঁচায়...
theft

Kolkata | ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতেই চলল গুলি!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা (Loot Attempt)। বাধা দিতেই চলল গুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) টালিগঞ্জের (Tollygunge)...

North Bengal Heavy Rain | প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল, জলছবিটা কার্যত একই। ধস, ভূমিধস এবং রাস্তার ওপর জল দাঁড়িয়ে থাকায় আজও বন্ধ ১০...

UK Election 2024 | ব্রিটেনে লেবার পার্টির ঝড়, ফলপ্রকাশ শেষের আগেই হার স্বীকার সুনকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের নির্বাচনে (UK Election 2024) লেবার পার্টির ঝড়। ফলপ্রকাশ শেষের আগেই হার স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi...

Most Popular