Monday, July 8, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRaiganj Medical College | বড় বিপর্যয় থেকে রক্ষা! রায়গঞ্জ মেডিকেলের অ্যাকাডেমিক ব্লকে...

Raiganj Medical College | বড় বিপর্যয় থেকে রক্ষা! রায়গঞ্জ মেডিকেলের অ্যাকাডেমিক ব্লকে ভেঙে পড়ল সিলিং

রায়গঞ্জ: বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের আবদুলঘাটা ক্যাম্পাসের পড়ুয়ারা। বুধবার দুপুরে অ্যাকাডেমিক ব্লকের হলের ভিতর হঠাৎ ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মেডিকেল চত্বরে। এতে কেউ জখম না হলেও আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে।

২০২২ সালের মার্চ মাসে রায়গঞ্জের আবদুলঘাটায় তৈরি হওয়া মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ব্লকে পঠনপাঠন শুরু হয়েছে। এর আগেও একবার অ্যাকাডেমিক ব্লকের ফলস সিলিং ভেঙে পড়েছিল। এদিন আবার একই ঘটনা ঘটল।

এই ব্লকের লাগোয়া এলাকাতেই রয়েছে হস্টেল। এদিন পড়ুয়ারা বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাডেমিক ব্লকের ফলস সিলিং ভেঙে পড়ে। তবে সেই সময় ক্লাস চলছিল না। ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটলে বড় বিপদ হতে পারত। প্রশ্ন উঠেছে, ভবনের বাকি ফলস সিলিংগুলিই বা কতটা নিরাপদ? এনিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পড়ুয়া থেকে শিক্ষক, সকলেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর ১২টা নাগাদ অ্যাকাডেমিক ব্লকের গ্রাউন্ড ফ্লোরে ফলস সিলিং ভেঙে পড়ে। এদিন ক্লাস না থাকায় দুর্ঘটনা ঘটেনি। তা না হলে বড় দুর্ঘটনা ঘটত। মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার জানান, ‘এর আগেও এমন ঘটনা ঘটেছে। উপর দিয়ে জলের পাইপ যাওয়ায় ড্যাম্প হয়ে এমন ঘটনা ঘটছে। সেসব মেরামত করে ফেলা হবে। তবে আজ কোনও দুর্ঘটনা ঘটেনি।’

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। দুটি ক্যাম্পাসের বিল্ডিংয়েই মাঝেমধ্যে বিপত্তি দেখা যাচ্ছে। রোগী পরিষেবা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। কখনও অকারণে রেফার, কখনও আবার রোগীর পরিবারকে হয়রানির অভিযোগ রয়েছে। রোগীর স্ট্রেচার ঠেলা থেকে অক্সিজেনের নল লাগানো, একাধিক পরিষেবা দেওয়ার জন্য পরিজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগও শোনা যায়।

এই ঘটনায় এসএফআইয়ের জেলা সম্পাদক কুশান ভৌমিক বলেন, ‘দু’বছর আগে তৈরি হওয়া মেডিকেল কলেজের ক্যাম্পাসটির মান খুবই খারাপ। চালু হওয়ার ছ’মাসের মধ্যে প্রথমবার ফলস সিলিং ভেঙে পড়েছিল। আমরা এমন ঘটনা আশা করিনি। প্রতিদিন ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে। আমরা গোটা বিল্ডিংয়ের যাবতীয় বিষয় খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।’

এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী জানান, তৃণমূলের নেতাদের ২০ শতাংশ কাটমানি দিতে হচ্ছে ঠিকাদারদের। তাই শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমস্ত ক্ষেত্রে নিম্নমানের কাজ করছেন ঠিকাদাররা। আগামীতে এই আমলের তৈরি কোনও বিল্ডিংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এরা ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে খেলছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mahua Moitra | রেখার সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য! মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশে   

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার উদ্দেশে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি...

France Election | ফ্রান্সের নির্বাচনে বাম বিপ্লব! ত্রিশঙ্কু পার্লামেন্টের শঙ্কা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের নির্বাচনে (France Election) বাম বিপ্লব! চমক দিয়ে ফ্রান্সের (France) নির্বাচনে সবথেকে বেশি আসন পেল বামেদের ফ্রন্ট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার...

Drowning death | মরিটেনিয়ায় নৌকাডুবি, মৃত্যু ৮৯ জন অভিবাসীর  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৮৯ জন আফ্রিকার নাগরিকের। চলতি সপ্তাহের শুরুতে নৌকাডুবির ঘটনা ঘটেছে...

Changrabandha | চ্যাংরাবান্ধায় নির্বাচন হল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, সর্বাধিক ভোট পেলেন মনোজ কানু

0
চ্যাংরাবান্ধাঃ পুরোনো কমিটির মেয়াদ শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হল চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই নির্বাচনকে কেন্দ্র করে দিনভর যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে...

Coochbehar | বিজেপি ছাড়লেন প্রধান সহ ৩ সদস্য, তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েতের দখল নিল...

0
কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি হারতেই বিজেপির হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পড়েছে পঞ্চায়েত সদস্যদের।...

Most Popular