Friday, July 5, 2024
Homeউত্তর সম্পাদকীয়ছেলেবেলাটি হারিয়ে গেল কোনখানে

ছেলেবেলাটি হারিয়ে গেল কোনখানে

গ্রীষ্মের ঝড়ে আম কুড়োনোর নির্মল আনন্দের বদলে আজকের কিশোরের জীবন মগ্ন শুধু শর্টস–রিলস–গেম’এ।

  • সাহানুর হক

মাঝে মাঝে শিরার ভিতরে বাঁধানো ঘাট থেকে নতুন করে কুড়িয়ে নিতে ইচ্ছে করে হারিয়ে যাওয়া বসতবাড়ির যাবতীয় স্মৃতির ঝিনুক। যেখান থেকে সুনিবিড় এক আম বাগানের ছবি ফুটে ওঠে প্রথমেই। গ্রামে ঝড় এলে সেই আম বাগানে ছুটে যাওয়া, বন্ধুদের সঙ্গে আম কুড়োনোর প্রতিযোগিতা, বৃষ্টিতে ভিজে আম খোঁজার আনন্দ সেইসব চির রঙিন ঐশ্বরিক স্মৃতির কথা মনে পড়ে যায় অচিরেই। কিন্তু যে দিনগুলো গিয়েছে তা কি আর ফিরে পাওয়া যায়? তবুও নিভে যাওয়া স্মৃতির মৌন উৎসব শেষ হতে চায় না যেন সহজেই।

আষাঢ় মাস আসতে দিন সাতেক বাকি। খোলানের পুরোনো আম গাছটিতে আম পেকে হলুদ আর রসালো। এমন সময় কালবৈশাখীর দমকা হাওয়া এলে মন ছুটে যায় ছেলেবেলার স্মৃতিকথায়। আহ, এরকম দিনে গোটা পাড়ার ছেলেরা মিলে ছুটে যেতাম হাজরা বুড়ির আম বাগানে। বৃষ্টিতে ভিজে কুড়িয়ে আনতাম ঝুড়িভর্তি আম। সেই পাকা আম আঁটি সহ চুষে খাওয়ার স্বাদ এখনও জিভে লেগে আছে। কেউ লংকা গুঁড়ো ও লবণ মিশিয়ে কাঁচা আমগুলো খেতে পছন্দ করত। কেউ বা সেই আমের আচার তৈরি করে রাখত। ইত্যাদি স্মৃতি ঝরে গিয়েছে কৃষ্ণচূড়া ফুলের মতো। আজ আম বাগানের অস্তিত্ব বিরল। যদিও কোথাও আছে সেখানে আম কুড়ড়োনোর দৃশ্য নিদারুণ প্রাচীন।

শুধু কি আম কুড়োনোর স্মৃতি নাকি? মনে পড়ে যায় এরকম আরও কত মরশুমি ফল কুড়োনোর বিচিত্র ধুম। কখনও ছুটে গিয়েছি পাশের বাড়িতে বিশালাকার লিচু গাছটির লিচু কুড়োতে, কখনও বা পাশের পাড়ার এক বাড়িতে গোলাপজাম কুড়োতে, ছুটে গিয়েছি এক কিমি দূরত্ব অতিক্রম করে ডাবরিবাড়ির জামতলায় জাম কুড়োতেও। একই অভিজ্ঞতা কামরাঙা থেকে তেঁতুল কিংবা জলপাই কুড়োনোর পদাবলিতেও।

আজকের দিনে সদ্য বাড়তে থাকা প্রজন্মের কাছে সেই স্মৃতিধন্য কথাদের আয়োজন বড়ই বেমানান। বরং তাদের মনে শুধুই গুনগুন সব আধুনিক আনন্দ ও উল্লাস। তারা আজকের সমাজের যান্ত্রিকতার অন্তর্জালে ঘিরে ধরা নীলবর্ণ থেকে চোখ ফেরাবে কী করে সেই প্রশ্ন বজ্রপাতের মতো ভয়ানক। খোলা মাঠে চু-কিতকিত, গোল্লাছুট, হাডুডু, ভলিবল, ক্রিকেট ও ফুটবল কিংবা সকলের পছন্দের লুকোচুরি এখন ক’জন খেলে? কোথায় খেলে? দুই দশক আগের সেই খেলাধুলোময় ছেলেবেলাটি আজ যেন কোত্থাও নেই। অথচ প্রতিযোগিতা আছে যান্ত্রিক হওয়ার।

কেরোসিন ঢেলে হ্যারিকেনের হলুদ আলো অথবা কুপির লালচে আলোয় পড়াশোনার ছবিটি এলইডি লাইটের আলোয় ছেয়ে থাকা অন্ধকার জীবনে যে কতটা আলো ছড়িয়েছিল একদা, তা নিঃসঙ্গ চাঁদটির জ্যোৎস্নাময় রাত ছাড়া আর কেউই মনে রাখেনি। ঝিরি হাওয়া টেনে বাঁশঝাড়ের পাতাদের নাচ কেউ দেখে না আর। ঠাকুমার ঝুলির গল্পগুলো ঠাকুমার কাছেই অসার। জোলা–জুলির কেচ্ছা কাহিনী পরিযায়ী পাখিদের মতোই নিখোঁজ আজ। ফ্যান–কুলার এসিতে হারিয়ে গিয়েছে গরমের হাতপাখাটি। ছেলেবেলাটি যেন মগ্ন শুধু শর্টস–রিলস–গেম’এ।

এইসব স্মৃতির ব্যথা মনে লেগে থাকবে আজীবন। কিন্তু যা ছিল, তা আমাদেরই ছিল। এই ভাবনায় বিরহ কমে আসে কিছু।

(লেখক দিনহাটার নয়ারহাটের বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Yoga Competition | জাতীয় স্তরে যোগ প্রতিযোগিতায় স্বর্ণপদক জলপাইগুড়ির প্রিয়ার

0
জলপাইগুড়ি: রাজ্যের পর জাতীয় স্তরেও প্রিয়া ঘোষ জলপাইগুড়ির নাম উজ্জ্বল করলেন। জুন মাসের ২৯-৩০ তারিখে  আয়োজিত উত্তরাখণ্ডের রুরকির কোয়ের বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সাল যোগ স্পোর্টস ফাউন্ডেশন...

Girl Molestation | দিনদুপুরে বাসে নাবালিকাকে বেহুঁশ করে যৌন নিগ্রহ!

0
অভিরূপ দে, ময়নাগুড়ি: দিনের বেলা বাসের মধ্যে নাবালিকাকে মাদক মেশানো খাবার খাইয়ে পরবর্তীতে তাকে যৌন নিগ্রহের (Girl Molestation) চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ময়নাগুড়িতে (Maynaguri)। বৃহস্পতিবার...

Bolpur fire | বগটুইয়ের ছায়া বোলপুরে, হত্যার ষড়যন্ত্র! আগুনে পুড়ে মৃত্যু মা ও শিশুর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বগটুইয়ের ছায়া বোলপুরে (Bolpur fire)! আগুনে পুড়ে মৃত্যু হল মা ও ছেলের। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে...
house-of-ranjan-shil-sharma-at-gajoldoba

Govt Land Encroachment | সরকারি জমি এখনও রঞ্জনের হাতে, বাগানবাড়ি নিয়ে প্রশ্ন

0
শুভঙ্কর চক্রবর্তী, গজলডোবা: প্রায় দশ বিঘা জমির উপর পাথর দিয়ে পাড় বাঁধানো বিশাল জলাশয়। সুইমিং পুলের আদলে তাতে বসানো হয়েছে জল ভরা ও বের...

ক্রমেই পালটে যাচ্ছে রাজ্যপালের সংজ্ঞা

0
জয়ন্ত ঘোষাল রাজ্যপাল নিয়ে যখনই আমি কিছু লিখি, তখনই আমার সাংবাদিক জীবনের একটি পুরোনো ঘটনা মনে পড়ে যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন বীরেন শা। লালকৃষ্ণ আদবানি...

Most Popular