Sunday, June 30, 2024
HomeTop NewsMP murder case | নেপালে গ্রেপ্তার সাংসদ হত্যার অন্যতম অভিযুক্ত, হেপাজতে নেওয়ার...

MP murder case | নেপালে গ্রেপ্তার সাংসদ হত্যার অন্যতম অভিযুক্ত, হেপাজতে নেওয়ার তৎপরতা শুরু বাংলাদেশের     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সিয়াম। অভিযুক্ত সিয়ামকে নেপালের কাঠমান্ডু থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংসদ আনোয়ারুল আজিমের হত্যায় ষড়যন্ত্রকারী সিয়ামের গ্রেপ্তারের কথা স্বীকার করেছে ঢাকার গোয়েন্দা বিভাগ। এ বার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে পশ্চিমবঙ্গের সিআইডি।

সম্প্রতি বাংলাদেশের বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন। সেই দিন থেকেই নিখোঁজ হয়রে যান তিনি। পরবর্তীতে পুলিশ জানতে পারে সাংসদকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে আততায়ীরা। সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদার ওরফে জুবেরকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি অফিসারেরা সেই তথ্য জানতে পেরেছিলেন। ভাঙড়ের বাগজোলা খালে আনোয়ারুলের দেহ ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ সিআইডি-র। সেই কারণেই একাধিক বার ওই খালে তল্লাশি অভিযান চালিয়েছেন রাজ্যের গোয়েন্দারা। কিন্তু দেহাংশের খোঁজ পাওয়া যায়নি।

এই হত্যার ঘটনায় নাম উঠে আসে সাংসদের বাল্যবন্ধু সিয়ামের। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল সিয়াম। ঢাকার গোয়েন্দা বিভাগ অনুমান করেছিল নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে যেতে পারে সে। অপরাধীদের খুঁজতে নেপালেও পাড়ি দিয়েছিল সিআইডি-র দল। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। সিআইডি সূত্রের খবর, এই খুনের মামলার মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিনের খোঁজ চলছে। অনুমান, শাহিন কলকাতা থেকে নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছেন। তিনি আমেরিকারই বাসিন্দা। তাই তাঁকে হেপাজতে নেওয়ার জন্য ইন্টারপোলের সাহায্য নিতে পারে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে বাংলাদেশের তরফে। সেই শাহিনেরই অন্যতম প্রধান সহযোগী সিয়াম। এই সিয়ামই মুম্বই থেকে কসাই জিহাদকে নিয়ে কয়েক মাস ধরে এনে রেখেছিলেন  কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটি ছিল শাহিনের নামেই। ২০১৮ সালে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন শাহিন।

অন্য দিকে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগও সিয়ামকে নিজেদের হেপাজতে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়। বাংলাদেশের ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ দাবি করেছেন, ‘‘বাংলাদেশ সরকার নেপালে চিঠি পাঠিয়ে সিয়ামের অবস্থান বিষয়ে ওদের জানিয়েছেন। সেই সূত্র ধরেই নেপাল পুলিশ পাকড়াও করেছেন সিয়ামকে।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দেশের হয়ে এটাই আমার শেষ টি ২০ ম্যাচ’, বিশ্বকাপ জিতেই টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত...

0
কোচবিহার:- মাথাভাঙ্গার রুইডাঙ্গা এলাকায় নির্যাতিতা মহিলার বয়ান নিলো পুলিশ । রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মহিলা থানায় নির্যাতিতা মহিলাকে নিয়ে আসা হয় ।...

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

0
ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও শেষ হয়ে যাইনি। তোমরা পাথর সরিয়ে আমাকে বের করো।...

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

0
  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন মাথা তুলেছে টিনের চালা। কোথাও আবার কংক্রিটের ইমারত স্বমহিমায় দাঁড়িয়ে।...

খুঁটি পুঁতলেই লাখ টাকা

0
শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও বিএলআরও-র কাছে দেখবে, কাগজ রেডি করাই আছে। নেতার ট্যাঁকে ঢুকলে দু-দশ লাখ সরকারি জমি...

Most Popular