Sunday, July 7, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারSamuktala | বৃক্ষরোপণ করে সবুজ বাঁচানোর লড়াই, পরিবেশ রক্ষায় উদ্যোগী শামুকতলার তরুণরা

Samuktala | বৃক্ষরোপণ করে সবুজ বাঁচানোর লড়াই, পরিবেশ রক্ষায় উদ্যোগী শামুকতলার তরুণরা

শামুকতলা: কয়েকদিন আগে দেশে ভোটপর্ব মিটল। গদি দখলের লড়াইয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পরিবেশের কথা বেমালুম ভুলে থাকল। কোনও রাজনৈতিক দলের ভোটের ইস্তাহারে এবার তেমন জোরালোভাবে পরিবেশ রক্ষার কথা দেখা যায়নি। ঠিক সে সময় শামুকতলার (Samuktala) সঞ্জয় অধিকারী, সায়ন সরকার, বিধানকৃষ্ণ দাস, সৌম্যজিৎ চক্রবর্তীর মতো একদল তরুণ নীরবে সবুজ বাঁচানোর লড়াই চালিয়ে গেলেন। তাঁরা রাস্তার পাশে, ফাঁকা জায়গায় ও মাঠে গাছ লাগাচ্ছেন। ধারাবাহিকতা বজায় রাখতে ওই তরুণ দল লাগাতার বৃক্ষরোপণ (Tree plantation) চালিয়ে যাবে। চলতি মাসে তাঁদের লক্ষ্য এক হাজার গাছ লাগানো। শামুকতলা থানার ওসি জগদীশ রায় বলেন, ‘সবুজায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সবুজ রক্ষা যে কতটা জরুরি সেটা ওঁদের মতো সবাইকে বুঝতে হবে।’

শুধু গাছ লাগানো নয়, চারাগাছ পরিচর্যা করে বড় করে তোলার কাজও তাঁরা সমানতালে চালিয়ে যাবেন বলে জানান। গাছের চারদিকে বেড়া দেওয়ার কাজ করছেন। সঞ্জয়দের এই কর্মকাণ্ডে রমেন গোস্বামী, রাজা কর্মকার, সুশান্ত দেবনাথ, প্রাঞ্জল দেবনাথ, গোবিন্দ দেবনাথের মতো আরও কিছু তরুণ শামিল হয়েছেন। এভাবে তাঁদের দলের সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে। তাঁদের এই কাজে উৎসাহ দিচ্ছেন বড়রা। শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজেন মিঞ্জ জানান, ‘ওই তরুণদের সবুজ বাঁচানোর এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছি।’ সদস্যদের কেউ ছাত্র বা ব্যবসায়ী। পড়াশোনা ও ব্যবসার ফাঁকে তাঁদের নেশা গাছ লাগানো ও পরিচর্যা করা। এপর্যন্ত তাঁরা অন্তত ২০০টি গাছ লাগিয়েছেন। ওই দলের অন্যতম সদস্য সঞ্জয় অধিকারীর কথায়, ‘নতুন গাছ লাগানো যায় কিন্তু সেগুলিকে বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। তাই যতটুকু রক্ষা করতে পারব ততটা গাছ লাগাই। সবাই যাতে সবুজ বাঁচানোর কাজে শামিল হন মানুষের কাছে এটাই আর্জি। সকলে এগিয়ে এলে পরিবেশ রক্ষার লড়াইটা আরও ভালোভাবে করা যাবে।’

কিন্তু এত গাছ পান কোথা থেকে? উত্তরে দলের আরেক সদস্য সায়ন সরকার বলেন, ‘অনেক সময় নিজেদের টাকা দিয়েই চারা কিনতে হয়। এর আগে আমাদের এলাকায় এতটা গরম অনুভব করিনি। দিন-দিন গাছ কমে যাচ্ছে। সবুজায়ন একমাত্র পরিবেশকে শান্ত করতে পারে। তাই গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।’ কামাখ্যাগুড়ি ভলান্টিয়ারি অর্গানাইজেশনের সম্পাদক উদয়শংকর দেবনাথের বক্তব্য, ‘আমি ও আমাদের দলের সদস্যরাও নিয়মিত সবুজ বাঁচানোর লড়াই করে যাচ্ছি। শামুকতলার একদল তরুণ যেভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tourism | দুই দপ্তরের সমন্বয়ে পর্যটনে কল্যাণ, মত ব্যবসায়ীদের

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন প্রসারে প্রয়োজন বন এবং পর্যটন দপ্তরের সমন্বয়, এই প্রস্তাব গুরুত্ব পেল বন, পরিবেশ ও পর্যটন বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির...

Sevoke Landslide | ধস নামল সেবকে, গাছ উপড়ে বন্ধ জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: এবার ভূমিধস সেবকে। আজ সকালে ভূমিধসের জেরে একটা বড় গাছ উপড়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়কের সেবকে। যদিও জাতীয় সড়কটি বন্ধ থাকায় তেমন...

Joe Biden | ভগবান ছাড়া কারও কথায় সরবেন না! ফের বেফাঁস মন্তব্য বাইডেনের

0
ওয়াশিংটন: তিনি যে ক্রমে হাসির খোরাক হয়ে উঠেছেন, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু তিনি নাছোড়। শুক্রবার সোজাসুজি জানিয়ে দিলেন, কারও...

Iran | সাধারণ মানুষের ‘পরিচিত মুখ’ ইরানের নয়া প্রেসিডেন্ট পেজেশকিয়ান, জানেন তাঁর পরিচয়?

0
তেহরান: ইরানের (Iran) নবম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)। প্রথমসারির রাজনীতিবিদ না হলেও সাধারণ মানুষের ‘পরিচিত মুখ’ তিনি।...

Amoeba In Kerala | অ্যামিবার সংক্রমণে নাকাল কেরল

0
তিরুবনন্তপুরম: অণুবীক্ষণেও প্রায় ধরা পড়ে না এমন এককোষী একটি প্রাণি। আর সেটাই এখন ত্রাসের সঞ্চার করেছে কেরলে। ইতিমধ্যে ওই অণুজীবের সংক্রমণে চারজনের মধ্যে তিনজনের...

Most Popular