Wednesday, July 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গBalurghat | ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযান বালুরঘাটে, নিম্নমানের খাবার রাখায় সতর্ক করলেন...

Balurghat | ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযান বালুরঘাটে, নিম্নমানের খাবার রাখায় সতর্ক করলেন আধিকারিকরা

বালুরঘাটঃ বালুরঘাটের বিভিন্ন খাবারের দোকানে আচমকা হানা ক্রেতা সুরক্ষা দপ্তরের। বুধবার দুপুরে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, বেকারি, ফাস্টফুডের দোকানে গিয়ে খাবারের গুণগত মান, ফুড লাইসেন্স সহ একাধিক জিনিস খতিয়ে দেখেন আধিকারিকরা। ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে ছিলেন লিগাল মেট্রলজি ইন্সপেক্টর ও খাদ্য সুরক্ষা আধিকারিকরাও। অভিযানে গিয়ে তাঁদের নজরে আসে দোকানে দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ দ্রব্য। আবার কোথাও নজরে আসে ফ্রিজে থাকা পচা খাবার। যা দেখে চমকে ওঠেন আধিকারিকরা। তৎক্ষণাৎ সেগুলি ফেলে দেন। কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। সতর্কও করা হয়েছে সেই সব দোকানদারদের।

এদিন বালুরঘাট শহরের চকভৃগু ডানলপ মোর, মঙ্গলপুর সহ বিভিন্ন এলাকার মিষ্টি, ফাস্টফুডের দোকান সহ বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর ও পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা। মিষ্টির দোকান থেকে শুরু করে ফাস্টফুডের দোকানের পরিচ্ছন্নতা, খাবারের মান দেখে মোটেই সন্তুষ্ট নন তারা। এমনকি সাধারণ মানুষদের একত্রিত করে আধিকারিকরা সব যাচাই করে খাবার খেতে ও কেনার পরামর্শ দেন। কেন মেয়াদ উত্তীর্ণ পানীয় ও খাদ্যদ্রব্য দোকানে রাখা হয়েছে? এই নিয়ে প্রশ্ন তোলেন তারা। মিষ্টির দোকানের হেঁশেলের বিভীষিকাময় পরিস্থিতি দেখে চমকে ওঠেন আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা। কোথাও ফ্রিজারে কার্যত ছাতা পড়ে গিয়েছে। বেকারির কেকের মেয়াদ উল্লেখ নেই অনেক জায়গায়। খারাপ বা নষ্ট হয়ে যাওয়া খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করে ফেলে দেন তারা। রাস্তার পাশেম থাকা ফাস্টফুডের দোকানে উন্মুক্ত খাবার রাখার জন্য জোর ধমক দেন আধিকারিকরা। সম্পূর্ণ অব্যবস্থা দেখে চক্ষুচড়কগাছ হয়েছে সকলের। কিছু দোকানের ওজন যন্ত্রে গরমিল থাকায় সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিৎ রাহা জানান, ‘আমাদের জেলায় কনজুমার প্রোটেকশন কাউন্সিল রয়েছে। যার চেয়ারম্যান জেলা শাসক। তাঁরই নির্দেশে এই অভিযান চলছে। হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকানে অভিযান চালিয়ে হতাশাজনক ফল মিলেছে। অপরিচ্ছন্ন পরিবেশ ও ফ্রিজারে পচা মাল, রান্নাঘরে পুরোনো খাদ্য সামগ্রী রাখা রয়েছে। কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য পেয়েছি। আমরা তা ফেলে দিয়েছি। কেক, পেস্ট্রির দোকানের অবস্থাও বেহাল। এদিন দোকান্দারদের  সতর্ক করা হয়েছে। পরবর্তী হানায় এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি থাকলে জরিমানা করা হবে। অভিযান আগামী দিনেও জেলা জুড়ে চলবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
কিশনগঞ্জ: চাকরি দেওয়ার নামে ৭ নাবালককে পাচারের ছক ভেস্তে দিল চাইল্ড লাইন। মঙ্গলবার রাতে কিশনগঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে জিআরপি ও চাইল্ড লাইনের স্থানীয়...

Hathras Stampede | হাথরসের ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা হয়, বিস্ফোরক অভিযোগ খোদ যোগীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাথরস কাণ্ডে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২১ জনের।...

Indonesia | মহিলাকে আস্ত গিলে ফেলল অজগর! তারপর যা হল…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মহিলাকে আস্ত গিলে ফেলল অজগর (Python)। ঘটনাটি ঘটেছে মধ্য ইন্দোনেশিয়ায় (Indonesia)। পরবর্তীতে বুধবার সাপের পেটের ভেতর থেকে ওই মহিলার...

Salman Khan | সলমনকে হত্যার চেষ্টা! পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা ছিল বিষ্ণোই গ্যাংয়ের

0
বিশেষ প্রতিবেদক, মুম্বই: সলমন খানকে(Salman Khan) হত্যার ছক কষা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Bishnoi gang) পাঁচজন সদস্য আগেই গ্রেপ্তার হয়েছিল। এবার তাদের জেরা করে...

Hathras Stampede | যৌন নির্যাতনেও অভিযুক্ত হাথরসের ভোলেবাবা, আর কী অভিযোগ রয়েছে স্বঘোষিত ধর্মগুরুর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘ফেরার’ ভোলে বাবা। তাঁকে হন্যে হয়ে খুঁজছে উত্তরপ্রদেশের পুলিশ। হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় সুরজপাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে...

Most Popular