Wednesday, July 3, 2024
HomeBreaking NewsTMC Leader Arrested | জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন শুরু! গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ির দাপুটে...

TMC Leader Arrested | জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন শুরু! গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক

শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল (Tmc) নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ (TMC Leader Arrested)। আমবাড়ি ফাঁড়ি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এই নেতাকে। জানা গিয়েছে, দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে তাঁকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। পরে তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়।  এই মুহূর্তে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে। সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকর জমায়েত করে।  পরে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

গতকালই নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল (Land encroachment) নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভর্ৎসনা করেন তিনি। কোনওভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরই দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।

একসময় কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন দেবাশিস প্রামাণিক।  ফুলবাড়ি এলাকায় তাঁর প্রাসাদোপম বাড়িও রয়েছে।  বিভিন্ন সময় দেবাশিসের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও সেসব নিয়ে থানা-পুলিশ করার খুব একটা সাহস দেখান নি কেউ।  ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে জিতে ২০১১ সালে বিধায়ক হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)।  পরে গৌতম দেবের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবাশিস। ২০১৮ সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যও হন।  ওই এলাকায় তৃণমূলের সংগঠনে কার্যত তিনিই ছিলেন শেষকথা। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা ও লোকসভা  সবেতেই ধারাবাহিকভাবে ফল খারাপ হয় তৃণমূলের। লাগোয়া শিলিগুড়িতেও ফল ভাল হয়নি। দলের তদন্তে উঠে আসে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় জমির কারবার মাত্রাছাড়া হয়ে পড়েছিল।  যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের বহু নেতা-কর্মী। সম্প্রতি শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের অভিযোগ প্রকাশ্যে আসে। যার জন্যও মুখ পোড়ে তৃণমূলের।  তাই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো একদিকে যেমন বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, অন্য দিকে জমির কারবার বন্ধেও পদক্ষেপ শুরু করা হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gangarampur | খাবারের গুণগত মান যাচাই করতে গঙ্গারামপুরে দোকান-রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের

0
গঙ্গারামপুরঃ শহরে বিভিন্ন নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চক্ষুচড়কগাছ সরকারি আধিকারিকদের। কোথাও বিষাক্ত রং সহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার...

Nagrakata | ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আনন্দ দিতে সহায় সম্বলহীনদের সঙ্গে ৪০ তম বিবাহবার্ষিকী পালন...

0
নাগরাকাটাঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রী কে নিয়ে সহায় সম্বলহীনদের সঙ্গে নিজের ৪০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন নাগরাকাটার আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী রাজেন...

Stampede Death | ধর্মপ্রচারের জন্য গোয়েন্দার চাকরি ছাড়েন স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা, সৎসঙ্গে মৃত বেড়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসের সিকান্দরারাউ এলাকায় চলছিল ‘সৎসঙ্গ’। সেই ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede Death) হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১১৬ জনের। এমনটাই জানিয়েছে...

Chopra Assault case | চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর, সালিশি সভা আটকাতে নির্দেশ

0
চোপড়া: চোপড়াকাণ্ডের জেরে বিধায়ক হামিদুল রহমানকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হামিদুল নিজে থেকে মুখ্যমন্ত্রীর ফোনের কথা স্বীকার করেছেন। হামিদুল বলেন, 'মুখ্যমন্ত্রী আমাকে...

Chopra | আগ্নেয়াস্ত্র নিয়ে জেসিবি গ্যাঙের ছবি প্রকাশ্যে, এখনও চাপা আতঙ্ক চোপড়ায়

0
চোপড়া: যুগলকে নিগ্রহের ঘটনায় তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি গ্রেপ্তার হলেও এখনও চাপা আতঙ্ক রয়েছে চোপড়ায়। অভিযোগ, দাপুটে তাজমুল গ্রেপ্তার হলেও তার গ্যাঙের অনেকেই...

Most Popular