Thursday, July 4, 2024
HomeBreaking NewsPresident Droupadi Murmu | সংবিধানের উপর সবচেয়ে বড় আঘাত হেনেছিল জরুরি অবস্থা:...

President Droupadi Murmu | সংবিধানের উপর সবচেয়ে বড় আঘাত হেনেছিল জরুরি অবস্থা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে ফের জরুরি অবস্থার প্রসঙ্গ। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) গলায়। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থা (Emergency imposed) ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায়।’ তাঁর কথায়, ‘সে দিনের ঘটনা ছিল সংবিধানের উপর সরাসরি, সবচেয়ে বড় আক্রমণ। গণতন্ত্রকে কলঙ্কিত করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।’ এরপরই তাঁর ‘তাৎপর্যপূর্ণ মন্তব্য’, ‘সেদিন জাতি ওই অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিল।’

এদিন রাষ্ট্রপতির ভাষণের সময় বিজেপি (BJP) সহ সরকার পক্ষের সাংসদদের উল্লাস করতে দেখা যায়। অন্যদিকে, বিরোধীদের তরফে ধেয়ে আসে প্রতিবাদ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভায় শপথগ্রহণের সময় মোদিকে সংবিধান দেখিয়ে গণতান্ত্রিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন রাহুল গান্ধি, অখিলেশ যাদবরা। এবার রাষ্ট্রপতি সংবিধানের প্রসঙ্গ তুলে কংগ্রেসের নাম না করে মনে করিয়ে দিলেন, রাহুলের ঠাকুরমাই দেশে জরুরি অবস্থা জারি করে দেশবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন। সাংবিধানিক বিধি মেনে সংসদে রাষ্ট্রপতির লিখিত ভাষণের ‘বিষয়’ স্থির করে সরকার পক্ষই।

প্রসঙ্গত, গত দশ বছরে মোদির বিরুদ্ধে অঘোষিত জরুরি অবস্থা জারির অভিযোগ এনে সরব হয়েছেন বিরোধীরা। কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির প্রভাব খাটিয়ে বিরোধীদের কোণঠাসা করা, কখনও সংবাদমাধ্যমে ছড়ি ঘোরানো, সংসদে বিরোধী স্বর চেপে দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে। সেই কারণে চলতি নির্বাচনে সংবিধান রক্ষার ডাক দিয়ে প্রচারে নেমেছিলেন বিরোধীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

রোগীর কথা শোনার ধৈর্য কম বাংলার ডাক্তারদের

0
  ভাস্কর বাগচী শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সৌম্যপ্রতীক সরকার। বুধবার সকালে শারীরিক কিছু সমস্যার কারণে তিনি স্ত্রীকে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন হাকিমপাড়ার একটি নার্সিংহোমে। সেখানে অনুসন্ধানকেন্দ্রে...

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

0
চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ। আলোচনার বিষয়বস্তু ফুটবল, ক্রিকেট বা রাজনীতি নিয়ে শুরু হলেও...

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

0
  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। দিনের পর দিন স্কুলে যেতে চায় না...

NEET-UG Paper Leak Case | নিট প্রশ্নফাঁসকাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁসকাণ্ডে (NEET-UG Paper Leak Case) বড় সাফল্য। প্রশ্নফাঁসে অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ থেকে গ্রেপ্তার...
Representatives of the National Human Rights Committee reached Chopra

Chopra | চোপড়ায় পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা

0
চোপড়া: বৃহস্পতিবার সকালেই চোপড়ার(Chopra) লক্ষ্মীপুরে এসে পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির(National Human Rights Committee) প্রতিনিধি দল। এদিন গ্রামে পৌঁছোতেই প্রতিনিধি দলটি নির্যাতিত চলে যুবক...

Most Popular