Tuesday, July 2, 2024
HomeTop NewsEuro Cup | ইউরো কাপে পর্তুগালকে হারিয়ে উচ্ছ্বাস জর্জিয়ায়, ৯০ কোটি টাকা...

Euro Cup | ইউরো কাপে পর্তুগালকে হারিয়ে উচ্ছ্বাস জর্জিয়ায়, ৯০ কোটি টাকা পুরস্কার ঘোষণা প্রধানমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইউরো কাপে প্রথমবার খেলতে এসেই অঘটন ঘটিয়েছে জর্জিয়া। আর প্রথমবারেই পূর্ব ইউরোপের দেশটি পর্তুগালকে হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নিয়ে গড়া দলের বিরুদ্ধে এদিনের জয়ে জর্জিয়ার মানুষ ভীষণ উচ্ছ্বসিত। এদিনের জয়ে খেলোয়াড়দের জন্য সেদেশের প্রধানমন্ত্রী ও ধনকুবের বিদজিনা ইভানিশভিলি তো বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।

বুধবার জার্মানিতে ইউরো কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জর্জিয়া। আর প্রথমবারেই পূর্ব ইউরোপের দেশটি পর্তুগালকে হারিয়ে চমকে দিয়েছে। গ্রুপ পর্বের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে জর্জিয়া জায়গা করে নেয় নকআউট পর্বেও। এ জয়ের পর বৃহস্পতিবার জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের অনেকে জাতীয় ফুটবল দলের জার্সি পরে হাজির হন, ফুটবল দলের সংগীতও গান কয়েককজন।

পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার জয়কে ‘ঐতিহাসিক ও স্বপ্নের’ উল্লেখ করে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের জন্য সেদেশের প্রধানমন্ত্রী ও ধনকুবের বিদজিনা ইভানিশভিলি ৩ কোটি জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ টাকা। জর্জিয়া শেষ ষোলোয় স্পেনকে হারাতে পারলে আরও ৯০ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন ইভানিশভিলি।

কে এই বিদজিনা ইভানিশভিলি? ৬৮ বছর বয়সী ইভানিশভিলি জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা। ২০১১ সালে দলটি প্রতিষ্ঠা করার পরের বছর দেশের প্রধানমন্ত্রী হন তিনি। জর্জিয়ার শাসনক্ষমতায় তাঁকে এখনও ব্যাপকভাবে প্রভাবশালী মনে করা হয়। নব্বইয়ের দশকে রাশিয়ায় ব্যাংকিং, কম্পিউটার ও লৌহ খাতে বিনিয়োগ করে ধনকুবের হয়ে ওঠেন তিনি। ফোর্বসের হিসাব অনুসারে ইভানিশভিলি ৪৯০ কোটি মার্কিন ডলারের মালিক।

জর্জিয়ান ড্রিম পার্টির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দলের অনারারি চেয়ারম্যান ইভানিশভিলি পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক ও স্বপ্নের জয়ের স্বীকৃতি হিসেবে চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ৩ কোটি জর্জিয়ান লারি প্রদান করা হবে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। একই পরিমাণ অর্থ দেওয়া হবে শেষ ষোলো স্পেনকে হারাতে পারলেও। আগামী রবিবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা জর্জিয়া র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বর দল স্পেনের বিপক্ষে ম্যাচ খেলবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Panchanan Barma University | পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে এলেন ‘সাসপেন্ডেড’ রেজিস্ট্রার, দপ্তরে ঢুকতে পারলেন না...

0
কোচবিহার: মঙ্গলবার দিনভর নাটক চলল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (Panchanan Barma University)।  প্রায় দু’মাস বাদে নিজের দপ্তরে ঢুকলেন ‘সাসপেন্ডেড’ রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি।  তবে...

Kanchankanya Express | খোলা রেলগেট! তীব্র বেগে ধেয়ে আসছে কাঞ্চনকন্যা, ইমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা...

0
মালবাজারঃ হতেই পারতো আরও একটা বড় রেল দুর্ঘটনা। চলে যেতেই পারত বেশ কয়েকটি প্রাণ। কিন্তু শেষ পর্যন্ত এমন কোনও পরিস্থিতিই তৈরি হয়নি। ট্রেন চালক...

Mid-Day meal | মিড-ডে মিলে রান্নার কাজ পাচ্ছেন না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, প্রতিবাদে পথ...

0
রাজগঞ্জঃ স্কুলে মিড-ডে মিলের রান্না করা নিয়ে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়াল রাজগঞ্জ ব্লকের কুকুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গামালি এলাকায়। প্রায় ১২ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা...

Malbazar | অশক্ত শরীর, হাতিকে সামনে পেয়ে দিনভর উত্যক্ত করল জনতা

0
মালবাজার: অশক্ত শরীর। পিছনের দিকের পায়ে জখম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলাফেরার গতি কিছুটা হলেও শ্লথ। মানুষের ভিড়ে কার্যত যেন চক্রব্যূহে ফেঁসে...

Coochbehar | দূরপাল্লার বাসে যাত্রী নিরাপত্তা কার্যত শিকেয়, নজরদারি বাড়ানোর দাবি

0
শিবশংকর সূত্রধর ও চাঁদকুমার বড়াল, কোচবিহার: বাসের যাত্রী নিরাপত্তা কার্যত শিকেয়। হাতেগোনা কয়েকটি বাদ দিয়ে দূরপাল্লার বাসগুলিতে সিসিটিভি নেই। কারা কোথা থেকে বাসে উঠছে...

Most Popular