Wednesday, July 3, 2024
HomeTop NewsT-20 World Cup | হিটম্যানকে নিয়ে রসিকতা সৌরভের, ফাইনালে হারলে রোহিত বার্বাডোজ...

T-20 World Cup | হিটম্যানকে নিয়ে রসিকতা সৌরভের, ফাইনালে হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদে গত বছর ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। ৭ মাসের ব্যবধানে আজ আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলবে রোহিত শর্মার দল। বার্বাডোজে আজ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করে বলেছেন, এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!

ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এ পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও এখনও অধরা রয়েছে শিরোপা। দুই সংস্করণের বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে গত বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী রোহিতকে নিয়ে রসিকতা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। এবারের টি২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে সৌরভ রোহিতের প্রসঙ্গে বলেছেন, ‘মনে হয় না সাত মাসের ব্যবধানে সে দুটি ফাইনাল হারবে। নিজের অধিনায়কত্বে দুটি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবেন। তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দারুণ ব্যাট করেছেন। আশা করি ফাইনালেও তা–ই করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত।’

রোহিতের নেতৃত্বগুণ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘অপরাজিত থেকে সে দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্বগুণ বোঝা যায়। আমি বিস্মিত হইনি। কারণ, আমি বিসিসিআইয়ের সভাপতি থাকার সময়ে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি, তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে। কারণ, সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ।’

আজ ফাইনালে ভারতের স্বাধীনতা নিয়ে খেলা উচিত বলে মনে করেন ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা গাঙ্গুলী। আর এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী রোহিতকে নিয়ে রসিকতা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক।

ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ বার্বাডোজ পুরোটাই সমুদ্রবেষ্টিত। উত্তর আটলান্টিক মহাসাগরবেষ্টিত বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের কেনিসংটন ওভালে হবে এই ফাইনাল। সেখান থেকে অনতিদূরের বিশাল জলরাশিকে বলা হয় ক্যারিবিয়ান সাগর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Arbaaz Khan | ফের বাবা হচ্ছেন আরবাজ খান? হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়লেন দম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। সম্প্রতি মুম্বইয়ের এক হাসপাতালের সামনে আরবাজ খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা...

Footpath Encroachment | কেউ সরালেন দোকান, কেউ চাইলেন সময়, মেখলিগঞ্জে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান...

0
মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল প্রশাসন। বুধবার সকাল থেকেই বেশ কিছু ব্যবসায়ী দোকান সরাতে শুরু করে। এদিন...

Arabul Islam | পাঁচ মাসের মাথায় মুক্ত আরাবুল, ‘তাজা নেতা’র রাজনৈতিক জীবন এখন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচ মাস জেলবন্দি থাকার পর অবশেষে বুধবার জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। এদিন দুপুর আড়াইটে নাগাদ...

Gajole | গাজোল কলেজে প্রথম সিমেস্টারে সিংহভাগ পরীক্ষার্থী অকৃতকার্য! পুনর্মূল্যায়নের দাবি টিএমসিপির    

0
গাজোলঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে প্রথম সিমেস্টারের ফলাফলের হার খুবই খারাপ। গুটি কয়েক ছাত্র-ছাত্রী পাশ করলেও ফলাফল দেখে সিংহভাগ ছাত্রছাত্রীর মাথায় হাত। ফলাফল...

Bihar | ১৫ দিনে সাতবার! প্রবল বৃষ্টিতে ফের বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিহারে (Bihar) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি সেতু (Bridge collapsed)। এই নিয়ে গত ১৫ দিনে বিহারে সাতটি সেতু বিপর্যয়ের ঘটনা...

Most Popular