Wednesday, July 3, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরChopra | বেহাল নিকাশি ব্যবস্থা, জমা জল ডিঙিয়ে ক্লাসে শিক্ষিকা-ছাত্রীরা

Chopra | বেহাল নিকাশি ব্যবস্থা, জমা জল ডিঙিয়ে ক্লাসে শিক্ষিকা-ছাত্রীরা

চোপড়া: জলকাদা ডিঙিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে ছাত্রীদের। কারণ, বেহাল নিকাশি ব্যবস্থা। যার জেরে চলতি বর্ষায় চোপড়া গার্লস হাইস্কুল (Chopra Girls High School) চত্বর জল থইথই। দিনের পর দিন বৃষ্টির জমা জলে সমস্যায় পড়েছেন শিক্ষিকা সহ ছাত্রীরা। প্রতিদিন স্কুলের মূল গেট থেকে ক্লাসরুম অবধি জমা জল ডিঙিয়ে সবাইকে চলাফেরা করতে হচ্ছে। জমা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি বাড়ছে পতঙ্গবাহিত রোগ সংক্রমণের উদ্বেগ। এ ব্যাপারে কারও কোনও ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ।

সদর চোপড়া গার্লস হাইস্কুলে সেই অর্থে নিজস্ব কোনও খেলার মাঠ নেই। সামনে যেটুকু ফাঁকা জায়গা রয়েছে সেখানে দিনের পর দিন বৃষ্টির জল জমে থাকে। পড়ুয়াদের জমা জলের উপর দিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে। শিক্ষিকাদের একাংশের কথায়, সারাবছর সমস্যা নেই। বর্ষা এলেই সামনের মাঠে মাসাধিককাল জল জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়। দশম শ্রেণির তনুজা খাতুন বলেন, জমা জলের উপর দিয়ে হেঁটে ক্লাসে ঢোকার আগে সবাইকে কলে পা ধুতে যেতে হয়। আরেক ছাত্রী রশিদা খাতুন বলছেন, গত বছর ভরা বর্ষায় একই সমস্যা ছিল। লাগাতার দু’দিন বৃষ্টি হলে দু’-একটি ক্লাসঘরে নিশ্চিত জল ঢুকবে।

স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মিলি সান্যাল জানান, সামনে অংশ উঁচু হওয়ায় নিকাশিনালা সমস্যায় অনেক দিনের। প্রতিবার বর্ষায় সমস্যা হয়। বিষয়টি পঞ্চায়েতের নজরে আনা হয়েছে। চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান অবশ্য বলেন, ‘স্কুলের সামনে নিকাশিনালা রয়েছে। কিন্তু মাঠের একাংশ নীচু থাকায় জল বের হচ্ছে না। শনিবারের মধ্যে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদর চোপড়ার (Chopra) একাধিক পাড়ায় নিকাশি সমস্যা নিয়ে এবারও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পর্যাপ্ত নিকাশিনালা না থাকায় ব্লকপাড়ায় ভারী বৃষ্টিতে অনেক বাড়িতেই জল ঢুকছে। ওই পাড়ার বাসিন্দা অতুলপ্রসাদ অধিকারী বলেন, ‘এলাকায় সেভাবে নিকাশিনালা নেই। এবারও বর্ষা আসতেই অনেকেই জলমগ্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard | চা পাতা তুলতে গিয়ে আচমকাই হামলা, মহিলার মুখে থাবা বসাল চিতাবাঘ

0
নাগরাকাটা: কাঁচা চা পাতা তুলতে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সেইসময় যে ঝোপের আড়ালে লুকিয়ে ছিল একটি চিতাবাঘ(Leopard), তা টেরই পাননি কেউ। পাতা তুলতে তুলতে আচমকাই...

0
কিশনগঞ্জ: চাকরি দেওয়ার নামে ৭ নাবালককে পাচারের ছক ভেস্তে দিল চাইল্ড লাইন। মঙ্গলবার রাতে কিশনগঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে জিআরপি ও চাইল্ড লাইনের স্থানীয়...

Hathras Stampede | হাথরসের ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা হয়, বিস্ফোরক অভিযোগ খোদ যোগীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাথরস কাণ্ডে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২১ জনের।...

Indonesia | মহিলাকে আস্ত গিলে ফেলল অজগর! তারপর যা হল…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মহিলাকে আস্ত গিলে ফেলল অজগর (Python)। ঘটনাটি ঘটেছে মধ্য ইন্দোনেশিয়ায় (Indonesia)। পরবর্তীতে বুধবার সাপের পেটের ভেতর থেকে ওই মহিলার...

Salman Khan | সলমনকে হত্যার চেষ্টা! পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা ছিল বিষ্ণোই গ্যাংয়ের

0
বিশেষ প্রতিবেদক, মুম্বই: সলমন খানকে(Salman Khan) হত্যার ছক কষা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Bishnoi gang) পাঁচজন সদস্য আগেই গ্রেপ্তার হয়েছিল। এবার তাদের জেরা করে...

Most Popular