Thursday, July 4, 2024
HomeTop NewsCoochbehar | রাত কাটতেই ভোলবদল! তৃণমূলে যোগ দিয়েই সকালে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত...

Coochbehar | রাত কাটতেই ভোলবদল! তৃণমূলে যোগ দিয়েই সকালে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য

অমিতকুমার রায়, হলদিবাড়ি: মাঝখানে ব্যবধান কয়েকঘণ্টার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফের ফিরলেন পুরোনো দলেই। কয়েকঘণ্টার মধ্যে দল বদলে শিরোনামে উঠে এলেন কোচবিহার জেলার (Coochbehar) দক্ষিণ বড় হলদিবাড়ি (Haldibari) গ্রাম পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন।

শনিবার রাতে মেখলিগঞ্জের বিধায়ক (Mekhliganj MLA) পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দেন বিজেপির (BJP) ১৫৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ। যোগদানের পর তিনি জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেছেন। রাত কাটতেই পুরোপুরি বদলে যায় ছবি। রবিবার সকালেই আবার বিজেপিতেই ফিরে যান জয়গোবিন্দ। তবে কেন এমন সিদ্ধান্ত? জবাবে তিনি জানান, ভয় দেখিয়ে জোর করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। যদিও গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

বিজেপির টাউন মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের কথায়, ‘দলের পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূলের গুন্ডারা। তিনি চাপের মুখে পড়ে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু তাঁর মন থেকে বিজেপির প্রতি আস্থা, ভরসা ও ভালোবাসা কেড়ে নিতে পারেনি।’

এদিকে, বিজেপির পঞ্চায়েত সদস্যের এই প্রত্যাবর্তনের জেরে বেকায়দায় পড়েছে ঘাসফুল শিবির। ওই পঞ্চায়েত সদস্যের যোগদানের ফলে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর ছিল তৃণমূল শিবির। কারণ পঞ্চায়েত নির্বাচনে ১২ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ৬টি আসন তৃণমূল ও ৬টি আসন বিজেপি দখল করে। টসে জিতে বিজেপির দখলে যায় পঞ্চায়েতের বোর্ড। ওই বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল। এছাড়াও তৃণমূল যুব নেতা খতিবর রহমান দাবি করেন, আরও তিনজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দর এই প্রত্যাবর্তনের ফলে তৃণমূলের সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NJP | এনজেপির জল-দুর্ভোগ মেটাতে রেলকে চিঠি পদ্ম বিধায়কের

0
সানি সরকার, শিলিগুড়ি: কোথাও হাঁটুজল, কোথাও আবার তার চেয়ে বেশি। ফলে নিউ জলপাইগুড়ি জংশনে (NJP) পা রেখে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। যাঁরা ট্রেন...

Ram Mandir | রাম মন্দিরের পুরোহিতদের গেরুয়া পরা নিষেধ! পোশাক নিয়ে নয়া ফতোয়া কর্তৃপক্ষের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) পুরোহিতেরা আর পরতে পারবেন না গেরুয়া রঙের পোশাক। তার বদলে পুরোহিতেরা পরবেন হলুদ রঙের পোশাক। শুধু...

Landslide | বিড়িকধারার পর বিপন্ন মেল্লিবাজার, ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

0
শিলিগুড়ি: বিড়িকধারার পর এবার মেল্লিবাজার, ভূমিধস অব্যাহত। বুধবার ওই এলাকায় ভূমিধসে রাস্তার একাংশ ভেঙে তিস্তায় মিশে গিয়েছে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নামা যথারীতি...

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি, পুড়ে ছাই আসবাবপত্র

0
বক্সিরহাট: বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন(Fire Brigade)। যদিও ততক্ষণে ঘরে থাকা সমস্ত...

Siliguri | চুরিচক্রে বানজারা বৌ, উদ্বেগ বাড়ছে শহরে

0
শিলিগুড়ি: ভিক্ষার আড়ালে শহরে চুরির চক্র গজিয়ে উঠেছে। সম্প্রতি শিলিগুড়ির বিভিন্ন থানায় এধরনের অভিযোগ জমা পড়েছে রাস্তায় বাচ্চা কোলে ঘুরে বেড়ানো বানজারাদের একটা অংশের...

Most Popular