Thursday, July 4, 2024
HomeTop NewsCopa America | চোটের কারণে মাঠের বাইরে মেসি, পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে ২...

Copa America | চোটের কারণে মাঠের বাইরে মেসি, পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে ২ গোলে জেতালেন মার্তিনেজ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মেসি ও কোচ স্কালোনিকে ছাড়াই কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা। মেসি চোটের কারণে এবং স্কালোনি ছিলেন না নিষেধাজ্ঞায় পড়ে। কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়া আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ২–০ গোলে জিতেছে। মেসিবিহীন এদিনের ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন লাওতারো মার্তিনেজ। এদিনের ম্যাচে দুটি গোলই করেন মার্তিনেজ।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। রবিবার শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করে তারা। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে পেরুর রক্ষণে আঘাত হানেন আর্জেন্টিনার আলেহান্দ্রো গারনাচো। গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বলের দখল রেখে বারবার চেষ্টা করছিল পেরুর রক্ষণ দুর্গ ভেঙে গোল আদায়ের। কিন্তু আর্জেন্টিনার এই আক্রমণ রুখে দেয় পেরুর রক্ষণভাগ।  ফলে আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকেও শুরুতে তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২৬ মিনিটে ফ্রি–কিক থেকে লিয়ান্দ্রো পারাদেসের নেওয়া দুর্দান্ত শট দক্ষতার সঙ্গে সেভ করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গায়াসি। ফের ৪৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। এবারও জিওভানি লো সেলসোর নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক গায়াসি।

বিরতির পর মাঠে নেমে শুরুতেই অবশ্য আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পারেদেস। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও পারেদেসের শট ফিরে আসে পোস্টে লেগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনও দল গোল না পেলে ২–০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Indong tea garden | ইনডং চা বাগান পরিদর্শনে বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক...

0
মেটেলি: মেটেলি (Matelli) ব্লকের ইনডং চা বাগান (Indong tea garden) পরিদর্শনে গেলেন বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার ১৬ জনের...

Jasprit bumrah meets PM | বুমরাহর ছেলেকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জসপ্রীত বুমরাহর ছেলেকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা বোলার। আইসিসি...

Hathras Incident | হাথরসকাণ্ডে গ্রেপ্তার ৬, গুরুর মুখ্য সেবাদারের খোঁজে ঘোষণা করা হবে পুরস্কার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর প্রদেশের হাথরসে (Hathras Stampede Incident) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার (Arrest) করা হল ৬ জনকে। এরা প্রত্যেকেই সৎসঙ্গের সেবাদার...

Balurghat college | ছাত্র সংঘর্ষে উত্তাল বালুরঘাট কলেজ, জখম ৬

0
বালুরঘাট: ছাত্র সংঘর্ষে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ (Balurghat college)। জখম হলেন এক কলেজ পড়ুয়া। পালটা মারে জখম হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)...

Hemant Soren takes oath | তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। বৃহস্পতিবার রাজভবনে ঝাড়খণ্ডের ১৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Oath...

Most Popular