Thursday, July 4, 2024
HomeTop NewsUEFA EURO CUP | ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টারে জার্মানি

UEFA EURO CUP | ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টারে জার্মানি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডেনমার্ককে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল জার্মানি। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। গোল করেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা। স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানি। এই নিয়ে টানা ৮ ম্যাচ জিততে ব্যর্থ হল ডেনমার্ক। এবার ইউরোয় কোনও ম্যাচ না জিতেই বাড়ি ফিরতে হল ডেনিশদের।

জার্মানি ও ডেনমার্কের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে জটলার মধ্যে জার্মানির জালে বল জড়িয়ে দেয় জোয়াকিম অ্যান্ডারসেন। ভিএআর-এর মাধ্যমে দেখা গেছে ডেনিশ ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডেলানি অফসাইড ছিলেন। গোলটি বাতিল করা হয়।

তিন মিনিট পর সেই অ্যান্ডারসেনই খলনায়ক হয়ে যায় ডেনমার্কের কাছে। বক্সের মধ্যে হ্যান্ডবল এর অপরাধ করে বসেন তিনি। পেনাল্টি থেকে ৫৩ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। ৬ মিনিট পর দারুণ একক প্রচেষ্টায় বল নিয়ে ডেনিশ রক্ষণে ঢুকে পড়লেও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন হাভার্টজ। তবে দ্বিতীয় গোল তুলে নিতে জার্মানি বেশি দেরি করেনি। ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস থেকে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন জার্মানির লেরয় সানে এবং হাভার্টজ। পোস্টের বাইরে বল মেরেছেন দুজনেই।

এদিন, খেলা শুরুর আধঘন্টা পর থেকেই মাঠে শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। ৩৬ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি মাইকেল অলিভার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mukul Roy | সংকটে মুকুল, মাথায় জমাট রক্ত, রয়েছেন ভেন্টিলেশনে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থা ভালো নয় মুকুল রায়ের। বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সূত্রে জানা গেছে, মুকুল...

Road Accident | স্ত্রী, শ্যালিকার সঙ্গে স্কুটারে সওয়ার ১ বছরের মেয়েও, তিনজনকেই পিষে দিল...

0
কিশনগঞ্জ: বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শিশু সহ তিন জনের। বৃহস্পতিবার কিশনগঞ্জের পুঠিয়া ব্লকের ধোবনিয়া গ্রামের কাছে ঠাকুরগঞ্জ-কিশনগঞ্জ রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি...

Indong tea garden | ইনডং চা বাগান পরিদর্শনে বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক...

0
মেটেলি: মেটেলি (Matelli) ব্লকের ইনডং চা বাগান (Indong tea garden) পরিদর্শনে গেলেন বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার ১৬ জনের...

Jasprit bumrah meets PM | বুমরাহর ছেলেকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জসপ্রীত বুমরাহর ছেলেকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা বোলার। আইসিসি...

Hathras Incident | হাথরসকাণ্ডে গ্রেপ্তার ৬, গুরুর মুখ্য সেবাদারের খোঁজে ঘোষণা করা হবে পুরস্কার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর প্রদেশের হাথরসে (Hathras Stampede Incident) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার (Arrest) করা হল ৬ জনকে। এরা প্রত্যেকেই সৎসঙ্গের সেবাদার...

Most Popular