Friday, July 5, 2024
HomeTop NewsManipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল...

Manipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল ট্রাক, মৃত চালক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ভেঙে পড়েছে একের পর নব নির্মিত সেতু। এ বার সেতু বিপর্যয় ঘটল মণিপুরে। রবিবার নব নির্মিত একটি সেতু ভেঙে মৃত্যু হয়েছে এক জনের। ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফল পশ্চিমের ওয়াঙ্গোই থানা এলাকায়। মাসকয়েক আগে সেতুটি তৈরি করা হয়েছিল ইম্ফল নদীর উপরে। একটি মালবোঝাই ট্রাক ওই সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালক ভিতরেই আটকে পড়েছিলেন। তাঁরই মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে নির্মাণের পর থেকে এই সেতুটি তিনবার ভেঙে যাওয়ার ঘটনা ঘটল। তখন কেউ হতাহত হননি। একই সেতু কেন বার বার ওই ভেঙে পড়ছে, নেপথ্যে কোনও গলদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার ভোর ৬টা নাগাদ সেতুর উপর দিয়ে ইম্ফল নদী পেরোচ্ছিল একটি মালবোঝাই ট্রাক। তার ভিতরে চার জন ছিলেন। সেতু আচমকা ভেঙে পড়ায় ট্রাকটি সোজা গিয়ে পড়ে নদীতে। সেই সময়ে ট্রাক থেকে লাফিয়ে জলে পড়েছিলেন বাকি তিন জন। কিন্তু চালক ট্রাকের ভিতর থেকে বেরোতে পারেননি। তার ফলে ট্রাকের সঙ্গেই নদীতে ডুবে যান তিনিও। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ বোরজাও (৪৫)। তিনি ইম্ফল পশ্চিমেরই বাসিন্দা।

এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ট্রাকের ভিতর থেকে চালককে বার করে জল থেকে উদ্ধার করেন উদ্ধারকারীদল। চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মণিপুরের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ। ছিলেন এলাকার বিধায়ক খুরাইজিয়াম লোকনও। সংবাদমাধ্যমকে মন্ত্রী জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেতুটি ভেঙে পড়েছে। প্রকৃত কারণ খুঁজে বার করতে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যদি এই ঘটনায় কারও দোষ খুঁজে পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দ্রুত সেতুর পুনর্নিমাণ শুরু হবে।’’

উল্লেখ্য, গত কয়েক দিনে পর পর সেতু বিপর্যয়ের খবর প্রকাশ্যে এসেছে বিহার থেকে। ন’দিনে সেখানে মোট পাঁচটি সেতু ভেঙে পড়েছে। তার মধ্যে পুরনো সেতুও যেমন আছে, তেমন নির্মীয়মাণ এবং সদ্য নির্মিত সেতুও রয়েছে। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির কারণে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হল মণিপুরও।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

North Bengal Heavy Rain | প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল, জলছবিটা কার্যত একই। ধস, ভূমিধস এবং রাস্তার ওপর জল দাঁড়িয়ে থাকায় আজও বন্ধ ১০...

UK Election 2024 | ব্রিটেনে লেবার পার্টির ঝড়, ফলপ্রকাশ শেষের আগেই হার স্বীকার সুনকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের নির্বাচনে (UK Election 2024) লেবার পার্টির ঝড়। ফলপ্রকাশ শেষের আগেই হার স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi...
Mamata-Banerjee

স্বামী-ভাই, মামা-ভাগ্নের জোরে মালদা দুর্নীতি-বন্যায়

0
রূপায়ণ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়া, বেআইনি নির্মাণ, রাস্তা দখল নিয়ে সতীর্থদের হুমকি দেওয়ার পর বাংলার অনেক শহর পরপর মজার দৃশ্যের সাক্ষী থাকছে। উত্তরবঙ্গে যে...
weather-update-in-west-bengal

Weather Report | রাজ্যজুড়ে ভারী বৃষ্টি! রথযাত্রায় কেমন থাকবে আবহাওয়া?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা...

Mountain Climbing | হিমালয়ের মণিরাং পর্বতশৃঙ্গ অভিযানে জলপাইগুড়ির ৮

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: পর্বত আরোহণের কথা মনে এলে দুর্গম পথ আর পাহাড়ের চূড়ায় ভারতের পতাকা তুলে ধরার ছবি চোখের সামনে ভেসে ওঠে। এবার জয়ের...

Most Popular