Sunday, July 7, 2024
HomeTop NewsRamkrishna Mission | বেলুর মঠকে নিয়ে সিমেন্টের বিজ্ঞাপন, অনুমতি নেয়নি, দাবি মিশনের...

Ramkrishna Mission | বেলুর মঠকে নিয়ে সিমেন্টের বিজ্ঞাপন, অনুমতি নেয়নি, দাবি মিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিমেন্টের বিজ্ঞাপনে বেলুর মঠের নাম। এমনই বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছে কলকাতা। হোর্ডিংয়ে ব্যবহার করা হয়েছে মঠের নাম। তাতে লেখা রয়েছে, ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে কনক্রিটো নামটাই যথেষ্ট’। বিজ্ঞাপনী ভাষায় এটা স্পষ্ট যে, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান দপ্তর সম্পর্কে ভক্তদের যে ভরসা ও বিশ্বাস, তাকেই সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার ‘ইউএসপি’ (ইউনিক সেলিং পয়েন্ট) হিসাবে ব্যবহার করা হয়েছে। যদিও মিশনের দাবি, বিজ্ঞাপনে বেলুর মঠের নাম ব্যবহার করার জন্য অনুমতি নেয়নি সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা।

হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড ফ্লাইওভারে ওঠার পরেই বাঁ’হাতে চোখে পড়ে মস্ত এক বিজ্ঞাপনী হোর্ডিং। সংস্থার দু’টি হোর্ডিংয়ের নীচেরটিতে ব্যবহার করা হয়েছে বেলুড় মঠের নাম। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ মঙ্গলবার বললেন, ‘‘আমরা কোনও রকম বিজ্ঞাপন করি না। অথচ আমাদের নাম ব্যবহার করেই বিজ্ঞাপন করা হয়েছে শুনে অবাক লাগছে! কাউকে কখনওই এই ধরনের অনুমতি দেওয়া হয় না। এ ক্ষেত্রেও অনুমতি দেওয়ার কোনও প্রশ্ন নেই। এটা ভক্তদের বিশ্বাসকে আঘাত করতেই পারে। আমরা ওই ছবি পেলেই পুলিশের কাছে অভিযোগ জানাব।’’

বিজ্ঞাপনে বেলুরমঠের নাম ব্যবহার প্রসঙ্গে সংশ্লিষ্ট সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না। তাঁদের বক্তব্য, অভিযোগ উঠলে হোর্ডিংটি তাঁরা সরিয়ে নেবেন। সিমেন্ট কোম্পানির তরফে নবীন খান বলেন, ‘‘বিষয়টা আমার জানা নেই। তবে বিজ্ঞাপনের জন্য কেউ যদি পুলিশের কাছে যেতে চাইলে যাক! আমাদের কোনও সমস্যা নেই।’’ সংস্থার ব্র্যান্ড ম্যানেজার অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘যদি এটা নিয়ে কারও কোনও অভিযোগ থাকে বা বেলুড় মঠ কর্তৃপক্ষের কোনও আপত্তি থাকে, তবে ওই হোর্ডিং আমরা সরিয়ে নেব।’’

প্রসঙ্গত, বহু বছর আগে বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছিল একটি চপ্পল প্রস্তুতকারী সংস্থা। কারণ, মমতা তখন নীল-সাদা হাওয়াই চপ্পল পরতেন। সে ক্ষেত্রেও মমতার অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশেও বিষয়টি জানানো হয়েছিল। তার পরে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এ ভাবে কোনও বেলুরমঠকে ‘ব্যবহার’ করে ভরসা এবং বিশ্বাসের বিপণন করার ঘটনা সাম্প্রতিক কালে বিরল। তা-ও আবার বেলুড় মঠের মতো একটি প্রতিষ্ঠানকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Joe Biden | ভগবান ছাড়া কারও কথায় সরবেন না! ফের বেফাঁস মন্তব্য বাইডেনের

0
ওয়াশিংটন: তিনি যে ক্রমে হাসির খোরাক হয়ে উঠেছেন, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু তিনি নাছোড়। শুক্রবার সোজাসুজি জানিয়ে দিলেন, কারও...

Iran | সাধারণ মানুষের ‘পরিচিত মুখ’ ইরানের নয়া প্রেসিডেন্ট পেজেশকিয়ান, জানেন তাঁর পরিচয়?

0
তেহরান: ইরানের (Iran) নবম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)। প্রথমসারির রাজনীতিবিদ না হলেও সাধারণ মানুষের ‘পরিচিত মুখ’ তিনি।...

Amoeba In Kerala | অ্যামিবার সংক্রমণে নাকাল কেরল

0
তিরুবনন্তপুরম: অণুবীক্ষণেও প্রায় ধরা পড়ে না এমন এককোষী একটি প্রাণি। আর সেটাই এখন ত্রাসের সঞ্চার করেছে কেরলে। ইতিমধ্যে ওই অণুজীবের সংক্রমণে চারজনের মধ্যে তিনজনের...

Rath Yatra | রথযাত্রায় যোগ দিতে পুরীতে রাষ্ট্রপতি মুর্মু, পুলিশের চিন্তা নিরাপত্তা

0
নয়াদিল্লি ও পুরী: রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দেবেন ওডিশার ভূমিকন্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে চারদিনের ওডিশা সফর...

রথখোলায় সেই আম আঁটির ভেঁপু

0
  গৌরীশংকর ভট্টাচার্য সময়ের সঙ্গে রথের আনন্দ অনেকটাই বদলে গিয়েছে। আগে রথের আনন্দটা ছিল নির্ভেজাল। তারমধ্যে কোনও ভেজাল ছিল না। এখন মনে হয়, সবকিছুই অনেকটা...

Most Popular