Saturday, May 18, 2024
HomeTop Newsবিজেপিকে হারাতে এবার এই গ্রামে জোট বাঁধল তৃণমূল-সিপিএম

বিজেপিকে হারাতে এবার এই গ্রামে জোট বাঁধল তৃণমূল-সিপিএম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নিতে জোট বাঁধল তৃণমূল এবং সিপিএম। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েতে এবার একজোট হয়ে প্রার্থী দিয়েছে দুই দল। এর আগে সিপিএম এবং বিজেপি জোট করে লড়েছিল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় নির্বাচনে। এবার বিজেপিকে রুখতে একজোট হল তৃণমূল এবং সিপিএম।

গতবার কোলাঘাট ২ গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে জিতেছিলেন বিজেপি প্রার্থী। বিজেপিকে হারাতে এবার ওই বুথে তৃণমূল এবং বাম জোট বেঁধে লড়াইয়ে নেমেছে। দুই শিবির মিলিত হয়ে ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। নির্দল হিসাবে লড়াই করছেন ওই জোটের প্রার্থী। সেই নির্দল প্রার্থী অনিন্দিতা পাল বলেন, ‘সিপিএম এবং তৃণমূলের মহাজোটের নির্দল প্রার্থী আমি। গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়াই। আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি।’ অনিন্দিতা আরও বলেন, ‘তৃণমূল এখানে প্রার্থী দেয়নি। সিপিএম এবং তৃণমূল সব পক্ষ আলোচনা করেই আমাকে নির্দল প্রার্থী হিসাবে আম চিহ্নে দাঁড় করিয়েছে। এখানে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহাজোট গড়েছি আমরা।’

বোরোডাঙি গ্রামের সদ্য প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য সৌমিত্র পাল জানান, গত পাঁচ বছরে তিনি যথেষ্ট কাজ করেছেন। কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর এলাকা হলেও বিজেপিকে ধরাশায়ী করতে পারেনি তৃণমূল। ওই বুথে অনিন্দিতার প্রতিদ্বন্দ্বী এবার বিজেপি প্রার্থী মিতা পাল। তিনি বলেন, ‘এই আসনে এবারও ভালো ভোটের ব্যবধানেই আমরা জিতব বলে আশা করছি। এখানে তৃণমূলের প্রতীকে কোনও প্রার্থী নেই। পরিবর্তে নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিএমের জোট প্রার্থী। তবে এই জোটকে মানুষ কোনও ভাবেই মেনে নেবে না।’

কোলাঘাট ব্লকের তৃণমূল সভাপতি অসীম মাজি বলেন, ‘এই বুথে তৃণমূলের প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়। শেষ পর্যন্ত এই বুথে নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri Incident | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার প্রেমিক

0
শিলিগুড়ি:  বিয়ের প্রতিশ্রুতি (Promise-of-marriag) দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর (Bhaktinagar Police Station) থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম অর্পণ চন্দ। বাড়ি ফালাকাটায়...

Bombing | ভরতপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বোমাবাজি! আহত এক পুলিশকর্মী

0
বহরমপুরঃ লোকসভা নির্বাচন মিটতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজনিয়া গ্রাম। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক...
peas soup recipe

স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন মটরশুঁটির স্যুপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালের খাবারে স্বাস্থ্যকর কিছু খেতে চান? তবে খুব সহজ উপায় বানিয়ে নিতে পারেন মটরশুঁটির স্যুপ। জানুন রেসিপি… কী কী লাগবে? ২৫০ গ্রাম...

Prosenjit Chatterjee | স্নাতক হলেন ছেলে মিশুক, সোশ্যাল মিডিয়ায় গর্বের মুহূর্ত শেয়ার প্রসেনজিতের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) একমাত্র ছেলে মিশুক। ভালো নাম তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। সদ্য স্নাতক (Graduate) হয়েছেন মিশুক।...

Mallikarjun kharge | ‘হয় মানো, না হয় বাইরে যাও’ মমতা প্রসঙ্গে অধীরকে কড়া বার্তা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে তৃণমূলকে নিয়ে যতই সুর সপ্তমে চড়াক অধীর রঞ্জন চৌধুরী, জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে মমতার ‘সখ্যতা’ কতটা তা আরও একবার...

Most Popular