Wednesday, May 29, 2024
HomeBreaking Newsখবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে, বিএসএফকে নিশানা মমতার

খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে, বিএসএফকে নিশানা মমতার

কোচবিহার: উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভার শুরুতেই বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে। ভোটের আগে আপনাদের ভয় দেখাবে। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান’। বিএসএফের গুলিতে নিহত স্বজনহারাদের পাশে থাকবে তৃণমূল, এদিন এ বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।

বকেয়া টাকা নিয়ে এদিন ফের কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে প্রাপ্য টাকা দেয় না। গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। কোচবিহার বিমানবন্দর তৈরির সব টাকা রাজ্য সরকার দিয়েছে। একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পাওনা দেয়নি কেন্দ্র। বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।’ পঞ্চায়েতে জিতে বকেয়া টাকা ছিনিয়ে আনবেন বলেও জানান মমতা। পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর হবে। কাজের জন্য বাইরে যেতে হবে না। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যেখানে বিজেপি গুন্ডামি করবে, হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়ান। পঞ্চায়েত এবার থেকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।’

কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনে সভা করেন মমতা। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা বাংলাদেশের সাংসদের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুচি কুচি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে। চিকিৎসা করাতে তিনি কলকাতায় এসেছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে...

ED Raid | ব্যাংক জালিয়াতি কাণ্ডে ইডির হানা বরাহনগরে, রাজনৈতিক যোগ খুঁজছে তৃণমূল-বিজেপি    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর নির্বাচনের আগেই ফের বাংলায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিকেলে...

T-20 World Cup 2024 | বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি, টর্নেডোয় লন্ডভন্ড ডালাসের স্টেডিয়াম, ভেঙে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (T-20 World Cup 2024) খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা হল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এদিন...

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)৷ তার আগে দিনভর রাজ্যে প্রচারে ঝড় তুললেন...

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও   

0
পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে গ্রামে তিনদিন ধরে মেলার আয়োজন হয় গ্রামে।...

Most Popular