উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবারও এক বাঙালি নেতা নির্বাচিত হলেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে। কেরলের কোকিঝাড়ে আয়োজিত হয় সংগঠনের ১৮তম সর্বভারতীয় সম্মেলন। সেখানেই বাংলার সৃজন ভট্টাচার্যকে নতুন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। তিনদিন ধরে চলা এই সম্মেলনের শেষে রবিবার আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বভার গ্রহন করেন সৃজন। সংগঠনের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব বর্তেছে কেরলের আদর্শ এম সাজির কাঁধে। প্রসঙ্গত, আগের দুটি মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল আরেক বাঙালি নেতা ময়ূখ বিশ্বাসকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৃজন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে এবং ২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসন থেকে বামফ্রন্টের প্রার্থী হয়ে দাড়িয়েছিলেন। যদিও উভয় ক্ষেত্রেই জয়ের মুখ দেখতে পারেননি তিনি। ২০২৬ বিধানসভা নির্বাচনেও তাঁর ওপরে ভরসা রাখতে পারে দল। এই আবহে দলের ছাত্র সংগঠনের শীর্ষপদে তাঁর আসীন হওয়ার ঘটনাটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।