নাগরাকাটা: চিতাবাঘ (Leopard) উপদ্রুত কলাবাড়ি চা বাগানে খাঁচা বসাল বনদপ্তর। শনিবার সকালে বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের বনকর্মীরা সেখানকার ১০ নম্বর সেকশন ও পাকা লাইনে ওই দুটি খাঁচা পাতার ব্যবস্থা করেন। গতকাল ১০ ঘন্টার ব্যবধানে ওই বাগানে চিতাবাঘের হামলায় ঝালো ওরাওঁ এবং লব ওরাওঁ নামে দু’জন মারাত্মকভাবে জখম হন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
এই নিয়ে গত ৩ মাসে নাগরাকাটা (Nagrakata) ব্লকের আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত কলাবাড়ি চা বাগানে মোট ৭ জনের ওপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। গোটা বাগান বর্তমানে ভয়ে সিটিয়ে রয়েছে। শুক্রবার রাতে লব ওরাওঁ এর ওপর হামলার ঘটনার পর বনকর্মীরা সেখানে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। বনদপ্তরের (Forest Department) বন্যপ্রান শাখার বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, খাঁচার পাশাপাশি ওখানে ট্র্যাপ ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অন্যদিকে, ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, কলাবাড়ি চা বাগানের প্রতি বন কর্মীরা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন।