উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ “নরেন্দ্র মোদি সেই পরিবর্তনকারী যাকে আমাদের প্রয়োজন।” প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson) তাঁর স্মৃতিকথা ‘আনলিশড'(Unleashed)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) সম্পর্কে এমনই প্রশংসা করেছেন। বইটি আর কিছুদিনের মধ্যেই যুক্তরাজ্যের বইয়ের দোকানগুলিতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
এই বইটি পড়তে পড়তে নাকি মিঃ জনসনের অত্যন্ত ঘটনাবহুল জীবন এবং রাজনৈতিক জীবনের মধ্যে দিয়ে যাত্রা করার সুযোগ পাবো আমরা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বৈঠকের কথারও উল্লেখ করেছেন জনসন তাঁর এই স্মৃতিকথায়। মোদির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা লিখতে গিয়ে মিঃ জনসন তাঁকে “একটি কৌতূহলী সুক্ষ্ম শক্তি” বলেও আখ্যা দেন, যেই শক্তি তিনি অনুভব করেছিলেন বলেও জানিয়েছেন এই বইতে।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতকে উৎসর্গ করে একটি সম্পূর্ণ অধ্যায় লিখেছেন এই বইয়ে এবং দুই দেশের মধ্যে সম্পর্ককে “আগের মতোই একটি সম্পর্ক” বলেও বর্ণনা করেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে “সঠিক বন্ধুত্বের অংশীদার” বলে অভিহিত করে মিঃ জনসন ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে একটি মুক্ত-বাণিজ্য চুক্তির ভিত্তি স্থাপনের জন্য নিজেকে এবং প্রধানমন্ত্রী মোদিকে কৃতিত্বও দিয়েছেন তার এই স্মৃতিকথায়। এখন কতো তাড়াতাড়ি এই বইটি পাঠকদের কাছে পৌঁছাবে এবং বইটি পড়তে পড়তে সত্যিই আমরা ভারত এবং যুক্তরাজ্যের মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে কতোটা জানতে পারবো, সেটাই এখন দেখার।