উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্প(Donald Trump)। তারপর থেকেই ভারতের প্রধানমন্ত্রী সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য নির্বাচনে জেতার পরে পুতিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্পও।
বৃহস্পতিবার সোচি শহরে আয়োজিত ভালদাই ফোরামে(Valdai forum) বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, “বিপুল ভোটে জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাই।” প্রসঙ্গত, ট্রাম্পকে কোনদিনই তেমনভাবে পুতিনের সমালোচনা করতে দেখা যায়নি। এমনকি প্রায় দুবছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেও ট্রাম্প জানিয়েছিলেন,পুতিনের সঙ্গে সমঝোতা করে নেওয়া উচিত ইউক্রেনের। তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকলে এক সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবিও করেছিলেন। এখন প্রেসিডেন্ট পদে আসীন হয়ে নিজের সেই দাবি তিনি কতটা পূরণ করতে পারেন সেটাই দেখার।
কিন্তু এরপরেও ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে দুটো দিন লেগে গেল মস্কোর। বিশেষজ্ঞদের মত, এক্ষেত্রে ব্যাক্তি ট্রাম্প থেকে রাষ্ট্র আমেরিকাই বেশি প্রাধান্য পেয়েছে পুতিন সরকারের কাছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আবার জানিয়েছেন, নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প বেশ কিছু রুশবিরোধী মন্তব্য করেছেন। এর পরেও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। এখন ট্রাম্প-পুতিন এর মধ্যে আলোচনার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয় কিনা? রাশিয়া-ইউক্রেনের দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধেও এর কতটা প্রভাব পরে? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে।