চ্যাংরাবান্ধাঃ চ্যাংরাবান্ধা(Changrabandha) বাজার এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল মেখলিগঞ্জের পুলিশ। জানা গিয়েছে,এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ পুলিশের একটি দল মেখলিগঞ্জ থানার আওতাধীন ১৫৪ নম্বর চ্যাংরাবান্ধায় বিক্রম কুন্ডিলিয়া নগ্গু-র বাড়িতে অভিযান চালায়। এই পুলিশি অভিযানে ২২৮০ টি ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং ভারতীয় মুদ্রায় ৪৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিষ পি সুব্বা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিক্রমকে। পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস(NDPS) আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আগামীকাল তাকে মেখলিগঞ্জ কোর্টে তোলা হবে।