উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবা গণধর্ষণ কাণ্ডে (Kasba incident) সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জমা করলেন আইনজীবী সত্যম সিংহ। সোমবার দুপুরে এ বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর আবেদনকারীকে মামলা করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, নির্যাতিতা এবং তাঁর পরিবারের নিরাপত্তা ও আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।
ইতিমধ্যেই কসবা কাণ্ড নিয়ে একাধিক জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তারপরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে শুরু হয়েছে ঘটনার তদন্ত। সাত সদস্যের সিট গোটা ঘটনায় নজরদারি চালাচ্ছে।
এদিন সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও, সিবিআই তদন্তে রাজি নন খোদ নির্যাতিতার পরিবার। তাঁদের কথায়, ‘রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে।’ আবার নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ সামনে এসেছে, তাও ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর পরিবার। তাঁদের একটাই দাবি প্রকৃত দোষী শাস্তি পাক।
উল্লেখ্য, ইতিমধ্যেই চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন ওই কলেজের বর্তমান ছাত্র এবং এক জন প্রাক্তনী এবং কলেজের নিরাপত্তারক্ষী।