উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলে ফের বিপাকে শুভেন্দু। এদিন তাঁর বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে নোটিশ করে বলেন, ‘সাংবাদিক সম্মেলন থেকে যে ভাষায় কথা বলেছেন বিরোধী দলনেতা, তা দুর্ভাগ্যজনক।’
গতকাল সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু বলেছিলেন, ‘রাজ্যের সরকার হিন্দু বিরোধী সরকার। ঠাকুর ভাঙ্গার সরকার। আমি হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েই সাসপেন্ড হলাম।’ বিরোধী দলনেতার এহেন মন্তব্য নিয়ে ক্ষুব্ধ হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়'(Biman Banerjee)। সেই কারনেই তিনি স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করেছেন শুভেন্দুর বিরুদ্ধে।
অন্যদিকে, নোটিশ জারি হতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘এখনও অবধি চার বার সাসপেন্ড করেছে আমাকে। ৫ বার নোটিশ জারি করেছে। এটা ওদের নিত্যকর্ম। ওরা ভয় পেয়েছে। হিন্দু আস্থা, হিন্দু দেব-দেবীর সম্মান ও হিন্দুত্বের আওয়াজকে ভয় পেয়েছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’
উল্লেখ্য, বিজেপির পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন দুপুরে বিধানসভা চত্বরে শুভেন্দুর নেতৃত্বে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বিধানসভার অন্দরে ভাষণ দিচ্ছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে এভাবেই স্পিকার এবং রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী।