মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Donald Trump | ‘এক তারকার জন্ম হয়েছে’, ফ্লোরিডায় বিজয় ভাষণে মাস্ককে প্রশংসায় ভরালেন ট্রাম্প

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় শুরু হতে চলেছে ট্রাম্প জমানা। প্রেসিডেন্ট পদে জয়ের জন্য ম্যাজিক ফিগার ২৭০। সেই ম্যাজিক ফিগার ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ২৭৭টি ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে ২২৪টিতে জয়ী হয়েছেন কমলা হ্যারিস। আগেই জয় নিশ্চিত বুঝে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিজয় ভাষণ (Victory speech) দিয়েছেন ট্রাম্প। আর সেই ভাষণেই বিশেষ উল্লেখ পাওয়া গেল এলন মাস্কের (Elon Musk)। মার্কিন ধনকুবের মাস্ক সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এক তারকার জন্ম হয়েছে’।

এদিন মাস্কের প্রশংসায় ট্রাম্প আরও বলেন, ‘তিনি একজন আশ্চর্য মানুষ। আমরা ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন অংশে দুই সপ্তাহ প্রচারে কাটিয়েছি।’ ভাষণে স্পেসএক্স রকেটের স্মৃতিচারণাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘সম্প্রতি স্পেসএক্স রকেট যখন পৃথিবীতে ফিরে আসতে সফল হল, আমার মনে হয়েছিল, শুধু এলনই এই অসাধ্য সাধন করতে পারেন। এ কারণেই আমি এলনকে ভালোবাসি।’ যদিও বিজয় ভাষণে ট্রাম্পের পাশে দেখা যায়নি মাস্ককে। কিন্তু নির্বাচনি প্রচারে লাগাতার ট্রাম্পের হয়ে সওয়াল করতে তাঁকে দেখা গিয়েছে।

এদিকে ট্রাম্পের জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন মাস্ক। একটি ‘মিম’ পোস্টে দেখা গিয়েছে বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এছাড়াও এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ‘আমেরিকা হল গঠনমূলক দেশ। আমরা খুব তাড়াতাড়ি আবারও স্বাধীন ভাবে গঠনমূলক কাজ শুরু করতে পারব।’ একটা সময়ে ডেমোক্র্যাটদের সমর্থক ছিলেন এলন মাস্ক। তবে পরবর্তীতে রিপাবলিকানদের হয়ে প্রচারে নামেন তিনি। গত কয়েক মাসে ট্রাম্পের নির্বাচনি প্রচারকে সমর্থন জানিয়ে কোটি কোটি টাকা অনুদানও দিয়েছেন মাস্ক। সেকথা ট্রাম্প নিজেও বেশ কয়েকটি অনুষ্ঠানে স্বীকার করেছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...

Sujay Krishna Bhadra | ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন, শর্ত বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে...

Toronto Airport | অবতরণের সময় বিপত্তি! টরেন্টো বিমানবন্দরে যাত্রী সহ উলটে গেল বিমান, আহত ১৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় ৮০ জন যাত্রী...

Prayagraj Mahakumbh | স্নানের উপযুক্ত নয়, প্রয়াগরাজে গঙ্গার জলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ পরিবেশ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রয়াগরাজে গঙ্গার জলের মান...