মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

জন্মদিনের কেনাকাটা করে বাড়ি ফিরেই আত্মঘাতী ছাত্রী, কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিন পালনের কয়েক ঘন্টা আগেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায়। মৃত ওই কলেজ ছাত্রীর নাম কোয়েল হালদার। বয়স ২০ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কল্যাণী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বড় বাজার এলাকার বাসিন্দা কোয়েল হালদার। শনিবার তাঁর ২০তম জন্মদিন ছিল। জন্মদিনের প্রস্তুতিও প্রায় সারা। শুক্রবার সন্ধ্যায় বাবার সঙ্গে বেড়িয়ে কোয়েল জন্মদিনে পড়ার জন্য পোশাক, বেলুন সহ ঘড় সাজানোর সামগ্রী কিনে নিয়ে রাত দশটা নাগাদ বাড়ি ফেরেন। কোয়েলের বন্ধুবান্ধব, নিকট আত্মীয়দের জন্মদিনে নিমন্ত্রণও করা সম্পন্ন। আর এর মাঝেই ঘটে গেল অঘটন। বাজার থেকে ফিরে এসে কোয়েল সোজা চলে যায় দোতলার নিজের শোবার ঘরে। এর কিছুক্ষণ পর রাতে খাওয়ার জন্য তাঁকে ডাকাডাকি শুরু করেন পরিবারের লোকেরা। বেশ  কিছুক্ষণ ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ না মেলায় জানালা দিয়ে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়েটি। মেয়েটির মা চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের অন্যদের পাশাপাশি এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।

আত্মঘাতী ওই ছাত্রীর মা মামনি হালদার বলেন, ‘ইদানিং আমার মেয়ে একটু অন্যরকম হয়ে গেছিল। আগের তুলনায় তার রাগ অত্যন্ত বেড়ে গেছিল। আজ বাজার করার সময়ও জামা কেনা নিয়ে মজা করে সামান্য একটু কথা কাটাকাটি হয়। মেয়ে বাড়িতে এসে বলে আমার জন্য কাউকে কিছু কিনতে হবে না। এরপরই এমন ঘটনা ঘটিয়ে ফেলল।’

মেয়ের কেন হঠাৎ এমন পরিবর্তন তা বুঝতে পারছেন না তার মা। রবিবার মৃতদেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sukanta Majumdar | আইনি প্রক্রিয়া মেনে বিএসএফ ক্যাম্প সম্ভব, বললেন সুকান্ত

অর্ণব চক্রবর্তী, জাফরাবাদ (সামশেরগঞ্জ): সামশেরগঞ্জে সংঘর্ষে বিধ্বস্ত এলাকায় গিয়ে...

Murshidabad | মুর্শিদাবাদে আরও বেসামাল কংগ্রেস, ঘাসফুলে অধীর ঘনিষ্ঠ মোশারফ

পরাগ মজুমদার, নওদা: রবিনহুডের 'হাত' ছেড়ে ঘাসফুল শিবিরে ঘর...

CM Mamata Banerjee | আগামী মাসে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা, মেদিনীপুরের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন (Waqf Law)...