রায়গঞ্জ: ফোনেই শুরু, ফোনেই শেষ। এই আমাদের রোজনামচা। তবে তা শুধু বিনোদন নয়, দৈনন্দিন কাজের জন্যও ফোনের অ্যাপই ভরসা। তবে একের পর এক অ্যাপ ইনস্টল করে ফোনের ধারণ ক্ষমতা ক্রমশ কমে আসা এক নতুন সমস্যা। এমতাবস্থায় এক অভিনব অ্যাপ বানিয়ে তাক লাগিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গৌরব পাল।
‘ওয়ার্ল্ড ক্যাপিটালস অ্যান্ড ফ্ল্যাগস কুইজ’ নামের ওই অ্যাপটিতে পৃথিবীর যে-কোনও দেশের মানচিত্র ও জাতীয় পতাকার বিষয়ে জানা যাবে। শুধু তাই নয়, তার বানানো অ্যাপটি প্লে স্টোরেও পাওয়া যায়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সবাই যাতে নিজের মোবাইলে সহজেই অ্যাপটি ইনস্টল করতে পারেন সেজন্য অ্যাপটির পরিমাপ মাত্র দুই মেগাবাইট। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের তৃতীয় সিমেস্টারের ছাত্র গৌরব। বেশ কিছুদিন ধরেই তিনি এই ধরনের আবিষ্কারের সঙ্গে যুক্ত।
এর আগেও তিনি এরকম বেশ কিছু অ্যাপ বানিয়েছিলেন কিন্তু সেগুলো প্লে-স্টোরে ছাড়েননি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হলেও তাঁর বাড়ি গঙ্গারামপুরের নয়াবাজারে। এদিন গৌরব জানান, ‘স্কুলে পড়ার সময় থেকেই প্রযুক্তির প্রতি আমার ভীষণ আগ্রহ। অনেক বছর আগে প্লে স্টোরের অ্যাপ দেখে কৌতূহল হয়েছিল, কীভাবে তা বানানো যায়। প্রায় ১১ বছর ধরে প্যাশন হিসেবে বিভিন্ন ধরনের অ্যাপ বানিয়ে চলেছি। নতুন এই অ্যাপের মাধ্যমে যে-কোনও দেশের রাজধানী ও মানচিত্র যেমন জানা সম্ভব, তেমনই সেসবের বিষয়ে কুইজও করা যেতে পারে। তবে আগামীতে এই অ্যাপকে আরও উন্নত করার কথা ভাবছি আমি।’