কামাখ্যাগুড়ি: এ যেন সিনেমার দৃশ্যপট। ভালোবাসার টানে বাড়ি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে প্রেমিকের বাড়িতে হাজির নাবালিকা। অসমের শনিতপুর জেলার বিশ্বনাথ চারালি থেকে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা-১ অঞ্চলের এসে পৌঁছায় ওই নাবালিকা। এরপর কিছুদিন প্রেমিকের বাড়িতে থেকে মোহভঙ্গ ঘটে তার। এরপর সে তার বাবা-মার কাছে ফিরে যেতে চায়। সেই উদ্দেশ্যে সোমবার সকাল থেকে কামাখ্যাগুড়ি-১ অঞ্চলের একটি বাসস্ট্যান্ডে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে থাকে সে।
তাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয় কয়েকজন তার সঙ্গে কথা বলেন। সেই সময় নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। এরপর স্থানীয়রা কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন। ওসি বলেন, ওই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে হোমে পাঠানো হয়েছে। অন্যদিকে, ঘটনার পর নাবালক প্রেমিক ফেরার।
ওই নাবালিকা কিছুদিন আগে কাজ করতে বেঙ্গালুরু গিয়েছিল। সেখানে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা-১ অঞ্চলের এক নাবালকের সঙ্গে পরিচয় হয় তার। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা যে যার কাজ ছেড়ে বাড়ি চলে আসে। কিন্তু প্রেম কি বাধা মানে! বেঙ্গালুরু থেকে ফেরার পর তাদের একা একা এত দূরে থাকতে মন চাইছিল না। তাই প্রেমের টানে বাড়ি ফিরে নাবালিকা তার প্রেমিকের সঙ্গে ফোন মারফত যোগাযোগ করে খোয়ারডাঙ্গা এসে পৌঁছায়। কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি নিজে মেয়েটির পরিবারের সঙ্গে তার ফোনে যোগাযোগ করিয়ে দেন। মেয়েটির বাবা-মা কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসিকে ধন্যবাদ জানিয়েছেন।