উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ (Uttar Pradesh Blast)। গুরুতর জখম অন্তত ১২ শ্রমিক। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
জানা গেছে, উত্তরপ্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মঙ্গলবার সন্ধ্যের দিকে। রিফাইনারিতে একটি ভ্যাকুম ইউনিট চালু করার জন্য কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে , কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়েন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে ঝলসে যান বেশ কয়েকজন। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে ১২ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয় দিল্লিতে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। বাকি চার জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে।
বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে, রিফাইনারি ইউনিটটি বেশকিছু দিন ধরে বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণের জন্য মেশিন চালু করতেই বিস্ফোরণ ঘটে।