উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসেছিল চুরি করতে। চুরি করে চম্পট দেওয়ার আগে এসে বাড়ির লোকেদের জন্য চিঠি রেখে গেল চোর! ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে হতবাক পরিবারের লোকেরা। চিঠিতে কী বার্তা দিতে চাইল এই আজব চোর? চিঠির বয়ান বলছে, শুধুই হুমকি আর রাজনৈতিক কথা। এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ির মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে।
আলতা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়িতে সোমবার রাতে চুরি হয়। সকালে ঘুম উঠে পরিবারের লোকেরা দেখেন, ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড, জামাকাপড় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। আলমারির লকার খোলা। লকার থেকে উধাও সোনা, নগদ টাকা। এই রকম পরিস্থিতিতে আচমকাই তাঁদের চোখ পড়ে খাটের ওপর। সেখানে রাখা রয়েছে একটি চিঠি। চিঠি পড়তেই হাত পা ঠাণ্ডা হওয়ায় জোগার গোটা পরিবারের। চিঠিতে লেখা রয়েছে, ‘ভোট আপনারা জায়গা মতো দেননি তার শাস্তি এটাই। আমি পার্টির ছেলে। মেরে দেবো আপনার ছেলেকে, সবাইকে শেষ করে দেব, আমি জেল ফেরত আসামী পার্টির লোক। যদি পরিবারকে বাঁচাতে চান, তাহলে ছেলে ও ছেলের বউকে দূরে কোথাও পাঠিয়ে দিন, সারা জীবনের জন্য।’ চোরের এমন কর্মকাণ্ডে মাথায় হাত গোটা পরিবারের। কাল বিলম্ব না করে তাঁরা ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধূপগুড়ি থানায়।