উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, বিজয়গঞ্জ থানায় আরাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। অভিযোগে নাম রয়েছে আরাবুলের ছেলে তথা জেলা পরিষদের সদস্য হাকিমুলেরও।
আহসানের অভিযোগ, বৃহস্পতিবার ভাঙড়-২ বিডিও অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গেলে আরাবুল এবং হাকিমুলের মদতে তাঁর উপর হামলা চালানো হয়। তাঁর বক্তব্য, ‘সে দিন পুলিশ না থাকলে আমায় প্রাণে মেরে ফেলা হত।’ যদিও আরাবুলের ছেলে বলেছেন, ‘ওরা (আহসানরা) এখানে অশান্তির পরিকল্পনা করছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’ বৃহস্পতিবারের ঝামেলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, ভাঙড়ের রাজনীতিতে যখন নিজের হারানো মাটি ফেরত পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আরাবুল ইসলাম, ঠিক তখনই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। এবার আরাবুল সহ ১০ জনের নামে থানায় অভিযোগ দায়ের হল। এর ফলে তাঁর গ্রেপ্তারি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভাঙড়জুড়ে। যদিও এসব নিয়ে মুখে কুলুপ আরাবুলের।